আমার নাম তমালি ঘোষ। হুগলিতে ২৮ অগস্ট, ১৯৮৯ সালে আমার জন্ম সকাল ১১ টা ৪৭ মিনিটে। আমার কর্কট রাশি আমি কী কোনও সরকারি চাকরি পাব? আমার বিয়ের যোগ কবে আছে?
সরকারি চাকরি বা বৃহত্ প্রতিষ্ঠানের কর্মরত হওয়ার যোগ্যতা আপনার আছে। কোনও না কোনও জায়গায় আপনি অবশ্যই কর্মরত। পদোন্নতির চেষ্টা করুন সাফল্য আসবে। শিল্পকলা ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করবেন। গত ২০১৫ সাল থেকে আপনার বিবাহের যোগ চলছে। রাশি চক্র বিচার অনুযায়ী বর্তমানে আপনার বিবাহিত জীবন যাপন করা উচিত। উক্ত যোগ আগামী ২০১৭ পর্যন্ত চলবে।
আমার নাম শ্বেতা নায়েক। জন্ম ২০ ডিসেম্বর, ১৯৬৭, জামসেদপুরে, সকাল ১১টা ৩০ মিনিটে। ১৯৯৯ সালে আমার বিয়ে হয়। ওই বছরেরই নভেম্বরে একটি মেয়ে হয় আমার। ২০০৬ সালে সে মারা যায়। আমার স্বামীও ভীষণ অসুস্থ এবং তিনি নেশা করেন। আমার আর কেউ নেই। আমার কী আর সন্তান হবে? ভবিষ্যত্ কেমন যাবে জানাবেন।
আপনার লেখা পড়ে আমি মর্মাহত। ‘যাঁর কেউ নেই তার ভগবান আছেন’— ঈশ্বরের প্রতি আস্থা রাখুন, ভাল থাকবেন। স্বামী ও পরিস্থিতিকে শাসন করার ক্ষমতা আপনার আছে। আপনার স্বামীর চিকিত্সা-সহ গ্রহ প্রতিকার করণীয় প্রাকৃতিক নিয়ম অনুসারে শারীরিক অবস্থা অনুযায়ী আগামী ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত চেষ্টা করা যেতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। আপনার অর্থনৈতিক অবস্থার উত্থান এবং পতন হবে। সাধারণ ভাবে ব্যবসা লাভ জনক। আপনার সম্মান বিপন্ন হতে পারে। প্রতিকার করণীয়।
আমি অঙ্কুর সিংহ। দুপুর ১২টা ৫ মিনিটে বর্ধমানে আমার জন্ম। ২৮ ডিসেম্বর, ১৯৭৮ সালে। অফিসে ভীষণই সমস্যায় রয়েছি। চাকরি কবে বদলাতে পারব জানাবেন।
এই সময়ে চিন্তাভাবনা না করে দ্রুত সিদ্বান্ত নেওয়া এবং মত বদল করার মতো সময় নয়। বর্তমানে আপনি শুক্রের দশার শেষ সময় ভোগ করছেন। প্রতিকার অবশ্যই করণীয়। আগামী ২০১৭-র মার্চ পর্যন্ত কর্মক্ষেত্র বদলের চিন্তা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।
আমি শুভ্রজি পাল। জন্ম ১৫ সেপ্টেম্বর ১৯৯২, হুগলির আরামবাগে। বাংলায় মেষ এবং ইংরেজিতে এরিস। জন্ম সময় জানি না। ভবিষ্যতে আমার চাকরি বিষয়ে জানতে চাই। বর্তমানে আমি একটি আইটি কোম্পানিতে কাজ করি। কোনও সরকারি চাকরি পাব কি?
বর্তমানে আপনি শুক্রের দশা ভোগ করছেন। আপনি নিজের চেষ্টায় স্বাধীন ভাবে সাফল্য পেলেও অপরের সাহায্য পাবেন। আপনি সৌভাগ্যবান। আপনার মধ্যে যথেষ্ট পরিচালন দক্ষতা আছে। আগামী ২০১৭ সালের মধ্যে সরকারি চাকুরির সম্ভাবনা লক্ষ করা যায়। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy