Advertisement
০৮ মে ২০২৪
Palm

হাতের তালু চুলকোলে টাকা আসে না যায়?

অবশ্যই মনে রাখতে হবে যখন হাতের তালু চুলকোবে তখন নিজের অন্য হাত দিয়ে চুলকোনো যাবে না।

হাতের তালু চুলকোলে কী কী ভাবে টাকা আসতে পারে?

হাতের তালু চুলকোলে কী কী ভাবে টাকা আসতে পারে?

 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ০৭:৫০
Share: Save:

অনেক প্রচলিত কথাই আমাদের সমাজে শোনা যায়। তাঁর মধ্যে একটি প্রচলিত কথা আমরা জানি যে হাতের তালু চুলকনো নাকি অর্থ আসা বা যাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত। কথায় আছে ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর’। তাই আমরা যদি নিজের বিশ্বাসে অটল থাকতে পারি তা হলে অনেক কিছুতেই উপকার পেতে পারি।

মনে করা হয় মেয়েদের বাঁ হাতের তালু চুলকোলে অর্থ আসে এবং ডান হাতের তালু চুলকোলে খরচ হয়। ছেলেদের ক্ষেত্রে এর ঠিক উল্টোটা মানা হয়।

অর্থ আসা মানে তো আর আকাশ থেকে টাকার বর্ষা নয়। যথেষ্ট যুক্তিযুক্ত কারণেই অর্থের আগমন হবে। আর খরচ মানে অর্থ এমনই এমনই হারিয়ে যাবে বা বিনা কারণে অর্থ নষ্ট হয়ে যাবে তা নয়। অর্থ খরচেরও যথেষ্ট কারণ থাকবেই।

তবে অবশ্যই মনে রাখতে হবে যখন হাতের তালু চুলকোবে তখন নিজের অন্য হাত দিয়ে চুলকোনো যাবে না। অন্য কারও সাহায্য নিতে হবে বা কোনও কিছুর সঙ্গে হাত ঘষে নিতে হবে।

হাতের তালু চুলকোলে কী কী ভাবে টাকা আসতে পারে—

• হঠাৎ করে লটারি পাওয়া যেতে পারে।

• অনেক দিনের পাওনা ফেরত পেতে পারে।

• কোনও জায়গা থেকে সম্পত্তির ভাগ পেতে পারেন।

• অফিসে পদোন্নতি হতে পারে বা মাইনে বৃদ্ধি পেতে পারে।

এ রকম নানা কারণে টাকা আসার সম্ভাবনা থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Palm
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE