কর্মফল শুনলেই আমরা আঁতকে উঠি। কারণ সেটি আমাদের করা সকল খারাপ কাজগুলির কথাই মনে করিয়ে দেয়। সেই সময় আর ভাল কিছু মাথায় আসে না। কিন্তু খারাপ কর্মের ফলকে আমরা যেমন ফাঁকি দিতে পারি না, তেমনই আমাদের করা ভাল কাজের ফলগুলোও আমাদের প্রতারিত করে না। সেই বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিই না বলে বুঝতেও পারি না। বহু মানুষই অজ্ঞাত অবস্থায় এমন নানা কাজ করে ফেলেন যার ফলে তাঁরা ঈশ্বরের প্রিয় হয়ে ওঠেন। ফলের আশা নিয়ে কাজ করা হয় না বলে কী এল-গেল তার হিসাবও থাকে না। আমাদের করা বেশির ভাগ কাজের ফলই আমরা তৎক্ষণাৎ পাই না। তবে এক দিন না এক দিন ঠিকই পাই। শাস্ত্র জানাচ্ছে, ২০২৬-এ তিন রাশির জাতক-জাতিকারা তাঁদের করা সমস্ত ভাল কাজের ফল পেতে চলেছেন। তালিকায় কারা রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
২০২৬-এ কারা ভাল কাজের ফল পাবেন?
বৃষ: এত দিন ধরে করে চলা সকল পরিশ্রমের ফল ২০২৬-এ বৃষ জাতক-জাতিকারা পেয়ে যাবেন। বছরের শুরুটা আপনাদের মনের মতো না হয়ে থাকলেও, বছরের শেষটা আপনাদের খুব ভাল হতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পরিশ্রম বজায় রাখতে হবে, ধৈর্য হারালে চলবে না। আপনাদের আর্থিক ক্ষেত্রে খুব বড় পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ২০২৬ আপনাদের শখপূরণের বছর হয়ে উঠতে পারে।
কর্কট: জুনের পর, বৃহস্পতির রাশি পরিবর্তনের পরবর্তী সময়কাল কর্কট জাতক-জাতিকাদের খুব ভাল কাটতে চলেছে। যা পাওয়ার আশায় এত দিন ধরে লড়াই করে চলছেন, সেগুলি সব এ বার কর্কট জাতক-জাতিকারা পেতে চলেছেন। আপনাদের নীরব প্রার্থনার উত্তর এ বার আপনারা পাবেন। তবে ধৈর্য হারালে চলবে না। জুনের পর থেকে আপনাদের সঙ্গে ভাল হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক অশান্তিও মিটে যাবে।
আরও পড়ুন:
ধনু: ধনু রাশির জাতক-জাতিকারাও ২০২৬-এ সমস্ত ভাল কাজের ফল পেতে পারেন। বিশেষ করে যাঁরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য চলতি বছর খুব সৌভাগ্যের হতে চলেছে। যাঁরা বহু দিন ধরে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা এই বছর সে সকল পরীক্ষায় বসে পারেন। সফলতা প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনু জাতক-জাতিকাদেরও পরিশ্রম করে চলতে হবে। তা হলেই পূর্ণ সফলতা প্রাপ্তি ঘটবে।