প্রায় প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু ক্ষমতা রয়েছে যা তাঁরা সচরাচর প্রকাশ করেন না। বা তাঁরা নিজেরাও জানেন না যে তাঁরা সেটা পারেন। এগুলির বেশ কিছুই তাঁদের মধ্যে থাকে রাশিগত দিক থেকে। আমাদের মধ্যে এমন নানা বিশেষত্ব আছে যার কেন্দ্রে রয়েছে আমাদের রাশি। বহু রাশির মানুষ রয়েছেন যাঁরা কোনও মানুষের মনে কী চলছে সেটা চট করে বুঝে যান, তেমনই একদল এমন মানুষও রয়েছেন যাঁরা অলৌকিক শক্তির আভাস পান। তবে অলৌকিক শক্তি বলে যে কিছু রয়েছে সেই বিষয়ে অনেকেই বিশ্বাস রাখেন না। কিন্তু জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, আমাদের আশপাশে যেমন শুভ শক্তির উপস্থিতি রয়েছে, তেমনই রয়েছে অপশক্তিরও উপস্থিতি। তারা যে সর্বদা আমাদের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকে তা নয়। তাদের উপস্থিতির টেরও সকলে পান না। কিন্তু কিছু রাশি রয়েছে যারা আশপাশে কোনও অপশক্তি ঘুরে বেড়াচ্ছে কি না সেটা বুঝতে পারে।
আরও পড়ুন:
কোন রাশির ব্যক্তিরা অলৌকিক শক্তির আভাস পান?
কর্কট: আবেগতাড়িত কর্কট রাশির ব্যক্তিরা কেবল অপরের মনে কী চলছে সেটাই বোঝেন না, আশপাশে কোনও অপশক্তি ঘুরে বেড়াচ্ছে কি না সেটাও টের পান। এই রাশির জাতক-জাতিকাদের নিজের পরিবারের প্রতি গভীর টান থাকে। প্রয়াত পূর্বপুরুষ কোনও কারণে তাঁদের উপর রাগ করেছেন কি না বা তাঁরা কোনও ভাবে তাঁদের ক্ষতি করতে চাইছেন কি না সেটা আন্দাজ করতে পারেন এঁরা। নিজেদের মনের সঙ্গে দৃঢ় সংযোগ থাকার কারণে এঁরা অপশক্তির উপস্থিতি টের পান।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির ব্যক্তিদের মধ্যেও বিশেষ এই দৈব ক্ষমতা রয়েছে। এই রাশির ব্যক্তিরাও অত্যন্ত সংবেদনশীল প্রকৃতির হন। এঁরা মাথার থেকে মনের কথা বেশি শোনেন। এই কারণে আশপাশে যদি কোনও অলৌকিক শক্তি ঘুরে বেড়ায় সেটির উপস্থিতির আভাস এঁরা পান। তবে সেটির সঙ্গে কোনও প্রকার সংযোগ স্থাপন এঁরা করে উঠতে পারেন না। কেবল সেটির সেই স্থানে থাকার আভাসই পান বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা।
মীন: নিজের খেয়ালে জীবন কাটালেও আশপাশে কী হচ্ছে না হচ্ছে সে বিষয়ে সম্পূর্ণ জ্ঞান মীন রাশির জাতক-জাতিকাদের কাছে থাকে। এঁদের আধ্যাত্মিক চেতনাও বেশ শক্তিশালী হয়। সেই কারণে কোথাও কোনও অপশক্তির উপস্থিতি থাকলে সেটির আভাস এঁরা পান। তবে সেটা নিয়ে পরীক্ষা করার শখ এঁদের নেই। কিন্তু অলৌকিক শক্তিরা কখনও এঁদের ষষ্ঠেন্দ্রিয়কে ফাঁকি দিতে পারেন না।