Advertisement
E-Paper

২০১৯ সালে লগ্ন অনুসারে আপনার কী করা উচিত (দ্বিতীয় পর্ব)

আমরা জীবনের ছোট ছোট কথাগুলি প্রায়ই উপেক্ষা করে চলি। এই কথা কত বেশি গুরুত্বপূর্ণ তা আমাদের জানা নেই। এখন দেখে নেওয়া যাক ২০১৯ সালে আপনার লগ্ন অনুসারে কী করণীয়-

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ০০:০০

তুলা লগ্ন-

১। নীল রং বেশি ব্যবহার করবেন।

২। প্রতি বুধবার নিরামিষ খাবেন।

৩। বাড়িতে নীল ফুলের গাছ লাগাবেন।

৪। মঙ্গলবার ক্ষৌরকার্য করবেন না।

৫। আমড়া না খাওয়াই ভাল।

৬। শিবের ‘পঞ্চাক্ষরী স্তোত্রম’ পাঠ করবেন প্রতিদিন।

৭। বৃহস্পতির শান্তি করা কর্তব্য।

৮। এ বছর দীক্ষা নেওয়া ভাল।

৯। ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন এ বছর।

১০। সম্ভব হলে বুধবার খাতা, পেনসিল, বই, পেন বা পড়াশোনার যে কোনও সামগ্রী দান করুন।

১১। শুভ কাজে পশ্চিম দিক বেশি ব্যবহার করুন।

১২। উত্তরাষাঢ়া নক্ষত্র ছাড়া সম্পত্তি, গাড়ি কেনা বা বায়নানামা করবেন না।

১৩। বৃহস্পতিবার স্বামী-স্ত্রী সম্ভোগ নিষেধ।

১৪। প্রতিদিন নারায়ণের পুজো করুন।

১৫। অংশীদারী ব্যবসার ক্ষেত্রে এ বছর তুলনামূলক ভাবে ভাল।

১৬। প্রয়োজন হলে মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন।

১৭। সোনার জিনিস উপহার হিসাবে নেবেন।

১৮। বাড়ির উত্তর-পূর্ব দিকে বনচাঁড়াল গাছ বসানো উচিত।

বৃশ্চিক লগ্ন-

১। হলুদ রং বেশি ব্যবহার করুন।

২। রবিবার নিরামিষ খাবেন।

৩। বাড়িতে হলুদ ফুলের গাছ বসান।

৪। শুক্রবার ক্ষৌরকার্য নিষেধ।

৫। এ বছর দীক্ষা নিতে পারেন।

৬। পূর্ণিমাতে স্বামী-স্ত্রী সম্ভোগ নিষেধ।

৭। কেতু গ্রহের শান্তি করা কর্তব্য।

৮। প্রত্যহ ‘বানলিঙ্গ স্তোত্রম্’ পাঠ করুন।

৯। বগলামুখী দেবীর ছবি সর্বদা সঙ্গে রাখুন।

১০। শুভ কাজে উত্তর-পূর্ব কোণ ব্যবহার করুন।

১১। মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন এ বছর।

১২। প্রতিদিন মা-র চরণ স্পর্শ করে প্রণাম করুন।

১৩। সম্ভব হলে মঙ্গলবার মুসুর ডাল দান করুন।

১৪। প্রতিদিন পার্থিব শিবের পুজো করুন।

১৫। অংশীদারী ব্যবসার ক্ষেত্রে এ বছর ভাল নয়।

১৬। ইলেকট্রিক বা ইলেকট্রিক্যাল কোনও দ্রব্য উপহার হিসাবে দেবেন না এবং নেবেন না।

১৭। সম্পত্তি কেনার জন্য শুভ সময়।

১৮। বাড়িতে চম্পা গাছ বসানো উচিত উত্তর-পূর্ব কোণে।

ধনু লগ্ন-

১। হালকা হলুদ রং ব্যবহার করুন।

২। প্রতি মঙ্গলবার নিরামিষ খাবেন।

৩। গোচরে, লগ্নে, দ্বিতীয়ে এবং অষ্টমে পাপ গ্রহের অবস্থান। সোমবার ক্ষৌরকার্য করবেন।

৪। বাড়িতে সাদা ফুলের গাছ বসান।

৫। প্রত্যহ ‘নবনাগ স্তোত্রম’ পাঠ করুন।

৬। মাথা গরম এবং বিতর্ক এড়িয়ে চলুন।

৭। রান্নার সামগ্রী, উল, চামড়ার দ্রব্য, উপহার হিসাবে দেবেন না এবং নেবেন না।

৮। সাড়ে সাতি চলছে।

৯। পকেটে সর্বদা ইষ্ট দেবদেবীর ছবি রাখুন।

১০। যে কোনও মঙ্গলবার হনুমানজির মন্দিরে নিজে গিয়ে পুজো দিয়ে আসুন।

১১। মোবাইল নম্বর পরিবর্তন করবেন না।

১২। সম্পত্তি কেনার জন্য সঠিক সময় নয়।

১৩। প্রতিদিন মা-বাবার চরণ স্পর্শ করে প্রণাম করুন।

১৪। সম্ভব হলে মঙ্গলবার মুসুর ডাল দান করুন।

১৫। অমাবস্যা এবং পূর্ণিমায় স্ত্রী সম্ভোগ পরিত্যাজ্য।

১৬। বিশদ নিয়মাবলীর জন্য প্রত্যেকের ব্যক্তিগত জন্মছক বিচার করে সিদ্ধান্ত নিতে হবে।

১৭। শুভ কাজে উত্তর-পূর্ব কোণ, বেশি ব্যবহার করতে হবে।

১৮। বাড়িতে তেজপাতা গাছ বসানো উচিত উত্তর-পূর্ব কোণে।

আরও পড়ুন: ২০১৯ সালে লগ্ন অনুসারে আপনার কী করা উচিত (প্রথম পর্ব)

মকর লগ্ন-

১। নীল রং বেশি ব্যবহার করুন।

২। প্রতি মঙ্গলবার নিরামিষ খাবেন।

৩। বৃহস্পতিবার ক্ষৌরকার্য নিষেধ।

৪। চশমার ফ্রেম (শুক্র) পরিবর্তন করবেন না।

৫। বাড়িতে নীল ফুলের গাছ বসান।

৬। শনি মন্দিরে নিজে গিয়ে পুজো দিয়ে আসবেন।

৭। রাহু মহারাজের শান্তি করা কর্তব্য। শান্তি অর্থাৎ রাহুর গ্রহরত্ন ধারণ নয়।

৮। প্রতি শনিবার একটানা এক ঘণ্টা মৌন থাকুন। টিভি দেখলেও হবে না।

৯। সঙ্গে সর্বদা ইষ্ট দেবদেবীর ছবি রাখুন।

১০। শুভ কাজে পূর্ব দিক বেশি ব্যবহার করুন।

১১। বুঝে অর্থ খরচ করুন।

১২। গোচরে লগ্নে কেতু। প্রতিদিন হালকা ব্যায়াম করুন।

১৩। সম্পত্তি, গাড়ি, বাড়ি কেনার জন্য উপযুক্ত সময় নয়।

১৪। প্রতিদিন ‘শিবাষ্টক স্তোত্রম’ অবশ্যই পাঠ করবেন।

১৫। উল, চামড়া এবং ফোম উপহার হিসাবে দেবেন না এবং নেবেন না।

১৬। অংশীদারী ব্যবসার জন্য খুব ভাল সময় নয়।

১৭। দীক্ষা নেওয়া ভাল।

১৮। বাড়িতে শ্বেত বেড়ালা গাছ বসানো উচিত উত্তর-পূর্ব কোণে।

কুম্ভ লগ্ন-

১। নীল রং বেশি ব্যবহার করুন।

২। প্রতি সোমবার নিরামিষ খাবেন।

৩। বাড়িতে সাদা ফুলের গাছ বসান। পরিচর্যা করুন।

৪। ফুলকপি না খাওয়াই ভাল।

৫। মঙ্গলবার স্ত্রী সম্ভোগ পরিত্যাজ্য।

৬। দীক্ষা নিতে পারেন।

৭। যে কোনও মঙ্গলবার মুসুর ডাল দান করুন।

৮। রবির শান্তি করা কর্তব্য।

৯। নিজে গুয়াহাটি গিয়ে ‘উমানন্দ ভৈরব’ এর পুজো দিয়ে আসুন।

১০। অংশীদারী ব্যবসা শুরু করতে পারেন।

১১। রাহুর বীজমন্ত্র কালো কালিতে সাদা কাগজে লিখে বুক পকেটে রাখুন।

১২। স্নানের জলে এক টুকরো লোহা রাখুন।

১৩। মাসের যে কোনও বৃহস্পতিবার হলুদ মিষ্টি বন্ধু-বান্ধবদের খাওয়াবেন।

১৪। জীব হত্যা দেখবেন না।

১৫। ছোট যানবাহন থেকে সাবধান।

১৬। শুভ কাজে পশ্চিম দিক বেশি ব্যবহার করুন।

১৭। লক্ষী-নারায়ণ মন্দিরে নিজে গিয়ে পুজো দিয়ে আসবেন।

১৮। বাড়িতে বকুল গাছ বসানো উচিত উত্তর-পূর্ব কোণে।

মীন লগ্ন-

১। হলুদ এবং লাল রং বেশি ব্যবহার করুন।

২। প্রতি রবিবার নিরামিষ খাবেন।

৩। মাসের যে কোনও শুক্রবার ক্ষৌরকার্য করবেন না।

৪। যে কোনও শনিবার স্বামী-স্ত্রী সম্ভোগ পরিত্যাজ্য।

৫। এ বছর দীক্ষা নিতে পারেন।

৬। বাড়িতে হলুদ ফুলের গাছ বসান।

৭। অংশীদারী ব্যবসার জন্য সময়টা ততটা শুভ নয়।

৮। ওল খাবেন না।

৯। প্রতিদিন ‘শিবাষ্টক স্তোত্রম’ পাঠ করুন।

১০। তারাপীঠে নিজে গিয়ে চন্দ্রচূড় ভৈরবকে পুজো দিয়ে আসুন।

১১। মঙ্গলবার ঋণ নেবেন না।

১২। মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন।

১৩। বাড়িতে ডুমুর গাছ লাগান উত্তর-পূর্ব কোণে।

অশুভ সময়ে মানসিক এবং শারীরিক সংযম ও ধ্যান জপের মাধ্যমে অদৃঢ় কর্মফল থেকে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু ভাগ্যের বল থাকা চাই। সুস্থ থাকুন, ভাল থাকুন, আনন্দে থাকুন।

Rashi Lagna
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy