Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ত্রিগ্রহ যোগ কী? এর ফলে কী হয় জানেন?

জন্মকুণ্ডলীতে কোনও ভাবে যেমন একক ভাবে গ্রহ অবস্থান করে সেইরূপ দ্বিগ্রহ, ত্রিগ্রহ, চতুর্গ্রহ বা পঞ্চম গ্রহ যোগ সৃষ্টি হয়ে থাকে।

অসীম সরকার
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

জন্মকুণ্ডলীতে কোনও ভাবে যেমন একক ভাবে গ্রহ অবস্থান করে সেইরূপ দ্বিগ্রহ, ত্রিগ্রহ, চতুর্গ্রহ বা পঞ্চম গ্রহ যোগ সৃষ্টি হয়ে থাকে। তবে এক ঘরে বা এক ভাবে একের বেশি গ্রহ থাকা মানেই আন্তর্গ্রহযুদ্ধ হয়ে থাকে। তাতে কোনও গ্রহই ভাল ভাবে ফল প্রকাশ করতে পারে না। এখানে আমরা ত্রিগ্রহ যোগ অর্থাৎ কোনও ভাবে তিনটি গ্রহ যদি এক ভাবে থাকে, তা হলে কেমন ফল দিয়ে থাকে সেই রকম উল্লেখযোগ্য ও পরীক্ষিত কয়েকটি ফল নিয়ে আলোচনা করা হবে-

(১) বৃহস্পতি-শুক্র-শনি: বিশেষত কোনও জাতকের নবম ভাবে যদি শুক্র, শনি ও বৃহস্পতি এক সঙ্গে অবস্থান করে, তা হলে তার স্ত্রীর বাইরের স্বভাব খুব হাসি হাসি মুখের হবে, কিন্তু সংসার জীবনে তার স্ত্রী হবে প্রবল ঝগড়াটে, কুটিল প্রকৃতির।

(২) বৃহস্পতি-শুক্র-বুধ: যে ভাবেই এই ত্রিগ্রহ যোগ থাক না কেন, বিবাহিত বা দাম্পত্য জীবন ও সংসার জীবনে প্রবল সমস্যা থাকবে।

(৩) বৃহস্পতি-রবি-বুধ: যদি বৃহস্পতি ও রবি শুভ ভাবে থাকে, তা হলে রাজযোগের ফল দেবে। এই তিন গ্রহ যদি পঞ্চম ভাবে থাকে, তা হলে আর্থিক ভাবে খুব উন্নত অবস্থায় না রাখলেও কোনও দিন অর্থের অভাব হবে না। এই তিন গ্রহের লোক জেলে থাকলেও রাজার মতো থাকবে। এই তিন গ্রহ যদি দ্বিতীয় ভাবে থাকে তা হলে সে তার স্ত্রীকে সে ভাবে ভালবাসবে না।

(৪) বৃহস্পতি-রবি-শুক্র: স্ত্রী ভাগ্যে ভাগ্যবান হবে যদি এই তিন গ্রহ যে ভাবেই থাকুক না কেন অর্থাৎ বিবাহের পর ভাগ্যের উন্নতি, সেই সঙ্গে গুণবতী মহিলার সঙ্গে বিবাহ বোঝায়।

(৫) বৃহস্পতি-চন্দ্র-বুধ: যদি এই তিন গ্রহ দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ভাবে না থেকে অন্য ভাবে অবস্থান করে, তা হলে ব্যবসায়ে প্রচুর লাভ হবে কিন্তু আজীবন নানা সমস্যায় জেরবার হতে হবে তা সে যতই ধনী হোক না কেন। যদি এই তিন গ্রহ দ্বিতীয় ভাবে থাকে, তা হলে পিতার জীবন খুবই বিপদসঙ্কুল হবে। আর যদি চতুর্থ ভাবে থাকে তবে মায়ের পক্ষে বেশ খারাপ হবে।

(৬) বৃহস্পতি-চন্দ্র-শুক্র: এই তিন গ্রহ যে কোনও ভাবে থাকলে আর্থিক দিক থেকে আজীবন ওঠানামা চলবে। কখনও গরিব, আবার কখনও ধনী। আর গ্রহগুলি যদি শুভ ও বলবান হয়ে থাকে সপ্তম ভাব বাদে বাকি ভাবে শুভ ফল দেবে। কিন্তু বিবাহের পর বেশ কিছু অর্থ-সম্পদ নষ্ট হবে। আর এই তিন গ্রহ যদি সপ্তমে থাকে, সেই জাতক প্রজাপতির মতো মহিলাদের পিছনে দৌড়বে। এই তিন গ্রহ যদি দ্বিতীয় ভাবে থাকে আর মঙ্গল যদি নীচস্থ অবস্থায় থাকে, সে সন্তান সুখ থেকে বঞ্চিত হবে।

(৭) বৃহস্পতি-শনি-রাহু: কম বেশি খারাপ ফল দেবে তবে খুব খারাপ হবে যদি দ্বাদশে থাকে। এখানে বৃহস্পতি অনেকটা চোরের মতো, রাহু হচ্ছে প্রতারকের মতো আর শনি হচ্ছে সাপের বিষের মতো। আর এই তিন মহারাজ যদি দ্বিতীয় ভাবে থাকে, তবে বাবা, কাকা ও ঠাকুরদা তিনজনেই আত্মহত্যা করে মারা যায়।

(৮) বৃহস্পতি-মঙ্গল-বুধ: যদি এই তিন গ্রহ অষ্টমে থাকে, রাহু যদি একাদশে থাকে আর কেতু যদি পঞ্চমে হয়, তা হলে জাতক/জাতিকার পুত্র হাঁপানি বা পায়ের কোনও গুরুতর রোগে ভুগবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Planet formation Rashi Planet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE