Advertisement
E-Paper

রত্ন ব্যবহার না করেও কী ভাবে কুপিত গ্রহকে ঠান্ডা করা যায়

এখন দেখে নেওয়া যাক কোন গ্রহকে কী ভাবে ঠান্ডা করবেন—

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৮ ০০:০০

রত্ন ব্যবহার ব্যতীত জপ, পূজা, হোম, দান, মূল ও ধাতু ব্যবহার করলেও মানব জীবনে কল্যাণকর পরিবেশ তৈরি হয়। জপ, পূজা, হোম করার ক্ষেত্রে মন্ত্রের ভূমিকাই শ্রেষ্ঠ। ‘মন ত্রায়তে যাহা’ অর্থাৎ মনের মুক্তি ঘটে যার মাধ্যমে তাই মন্ত্র। মন্ত্র একটা বিজ্ঞান। এটা সাইকো সায়েন্স। বৈদিক যুগ থেকে ক্রমবর্দ্ধমান ভাবে মন্ত্রের ধারা চলে আসছে।

এখন দেখে নেওয়া যাক কোন গ্রহকে কী ভাবে ঠান্ডা করবেন—

রবি-

দেবী- মাতঙ্গী।

বীজ মন্ত্র- ওঁ হ্রাং হ্রীং সঃ।

জপ সংখ্যা- ৭,০০০ বার।

পূজ্য উপকরণ- রক্তপুস্প, তাম্র, রক্তচন্দ্র, সুগন্ধিকুসুম, বৃষ।

ভোগ্রদ্রব্য- গুড়পক্ক অন্ন।

দানদ্রব্য- গুড়, স্বর্ণ, তাম্র, রক্তপদ্ম, মাণিক্য।

চন্দ্র—

দেবী- কমলা।

বীজমন্ত্র- ওঁ ঘৌং স্রৌং সঃ।

জপসংখ্যা- ১১,০০০ বার।

পূজ্য উপকরণ- ধেনু, শ্বেতপুস্প, মিষ্টদ্রব্য, সুগন্ধিদ্রব্য।

ভোগ্যদ্রব্য- ঘৃত পরমান্ন।

দানদ্রব্য- বস্ত্র, রৌপ্য, ঘৃতপূর্ণ কুম্ভ, যুগোপযুক্ত বৃষ।

মঙ্গল—

দেবী- বগলা।

বীজমন্ত্র- ওঁ হ্রাং হ্রীং হ্রাং সঃ।

জপসংখ্যা- ১০,০০০ বার।

পূজ্য উপকরণ- রক্তপুস্প, তাম্র, রক্তচন্দ্র, সুগন্ধিকুসুম, বৃষ।

ভোগ্যদ্রব্য- হবিষ্যান্ন।

দানদ্রব্য- গুড়, স্বর্ণ, রক্তপুস্প, তাম্র।

বুধ—

দেবী- ত্রিপুরা।

বীজ মন্ত্র- ওঁ হ্রৌং হ্রৌং হ্রাং সঃ।

জপ মন্ত্র- ৪,০০০ বার।

পূজ্য উপকরণ- মণি, রজত, বকুল পুস্প।

ভোগ্য দ্রব্য- দুগ্ধপক্ক অন্ন।

দান দ্রব্য- ঘৃত, হাতির দাঁত, ঝাঁটি পুস্প।

বৃহস্পতি-

দেবী- তারা।

বীজ মন্ত্র- ওঁ ঞৌং ঞৌং ঞৌং সঃ।

জপ সংখ্যা- ১৯,০০০ বার।

পূজ্য দ্রব্য- পীত বর্ণ দ্রব্য।

ভোগ্য দ্রব্য- দধিযুক্ত অন্ন।

দান দ্রব্য- চিনি, মিষ্টি, লবণ, স্বর্ণ।

শুক্র—

দেবী- ভুবনেশ্বরী।

বীজ মন্ত্র- ওঁ হ্রৌং হ্রীং সঃ।

জপ সংখ্যা- ১৬,০০০ বার।

পূজ্য উপকরণ- মাদক দ্রব্য, সুগন্ধি দ্রব্য।

ভোগ্য দ্রব্য- ঘৃতযুক্ত অন্ন।

দান দ্রব্য-হীরক, আতপ, রৌপ্য, ঘৃত, চন্দন।

শনি—

দেবী- দক্ষিণা কালী।

বীজ মন্ত্র- ওঁ শৌং শৌং সঃ।

জপ সংখ্য- ২৩,০০০ বার।

পূজ্য উপকরণ- কৃষ্ণ বর্ণ দ্রব্য।

ভোগ্য দ্রব্য- তিল পিষ্টক।

দান দ্রব্য- কুলত্থ, মহিষ, লৌহ।

রাহু—

দেবী- ছিন্নমস্তা।

বীজ মন্ত্র- ওঁ ছৌং ছাং ছৌং সঃ।

জপ সংখ্যা- ১৮,০০০ বার।

পূজ্য উপকরণ- কৃষ্ণ বর্ণ দ্রব্য।

ভোগ্য দ্রব্য- আম, মাংস।

দান দ্রব্য- গোমেদ, ঘোড়া, কম্বল, কৃষ্ণ বস্ত্র, কৃষ্ণ তিল, লৌহ পাত্রে তেল।

কেতু—

দেবী- ধূমাবতী।

বীজ মন্ত্র- ওঁ ফৌং ফাং ফৌং সঃ।

জপ সংখ্যা- ১৭,০০০ বার।

পূজ্য উপকরণ- ধূম্ব্র বর্ণ দ্রব্য।

ভোগ্য দ্রব্য- টিত্রোদন।

দান দ্রব্য- বৈদুর্যমণি, কৃষ্ণ তিল, খড়্গ, তৈল, মৃগনাভি।

Planetary Transition Astrology Vedic Mantra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy