এই সপ্তাহে কোনও কারণে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মন খারাপ হবে। বাড়িতে কোনও শুভ খবর আসায় আনন্দ। সেবা জাতীয় কোনও কাজে শান্তি মিলবে। এই সপ্তাহে নতুন কাজের যোগাযোগ আসতে পারে। দীর্ঘ দিনের আশা পূর্ণ হতে পারে। ব্যবসায় চাপের কিছু ঘটতে পারে। বাড়িতে কোনও খরচ নিয়ে অশান্তি বাধতে পারে। সম্পত্তির ব্যাপারে ভাইয়ের সঙ্গে বিবাদ। সন্তানের ভাল কাজের জন্য বাড়িতে আনন্দ। বাবার সঙ্গে কোনও আলোচনায় বিপদ থেকে উদ্ধার। এই সপ্তাহে একটু সাবধানে চলাফেরা করুন। কোথাও বেড়াতে যাোয়ার জন্য খরচ বাড়বে।
রাশি চক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির ব্যক্তি প্রায়ই তেজী, নির্ভীক এবং একগুঁয়ে প্রকৃতির হয়। নিজের মতে চলতে ভালবাসে। মঙ্গল প্রধান লোক প্রায়ই স্বেচ্ছাচারি, প্রভুত্বকামী হয়ে থাকে। মঙ্গল অশুভ হলে অহংকারী, দাঙ্গাবাজ ও গুন্ডা প্রকৃতির হয়ে থাকে। এরা প্রায়ই প্রচুর ভু সম্পত্তি বা বাড়ির মালিক হয়। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায় অন্যায় বিচার করে না। পাইলট, সামরিক অফিসার, সৈনিক, পুলিশ অফিসার, পদস্থ সরকারি কর্মচারী, প্রভৃতি বৃত্তি অবলম্বন করলে জীবনে দ্রুত উন্নতি করবে। অধ্যাবসায়ের দিকে কঠোর পরিশ্রম করে নিজেকে নিজের ভাগ্য গড়ে তুলতে হবে। হঠাৎ কিছু পাওয়ার আশা করা তার পক্ষে উচিৎ হবে না। এই লোকের স্বাস্থ্য ভাল যায় না। বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট ও সিংহ রাশির লোকের সঙ্গে মিত্রতা বা বিবাহ হলে হবে।
—শ্রী জয়দেব