Advertisement
১৫ জুলাই ২০২৪

কোথায় রয়েছে আপনার মনের মানুষ (দ্বিতীয় পর্ব)

চতুর্থ ভাবে শুক্র অথবা মঙ্গলের অবস্থানগত ফল: এই ভাবে শুক্র অথবা মঙ্গল অবস্থান করলে মনের মানুষের সন্ধান পেতে আপনার মায়ের সাহায্যের বিশেষ প্রয়োজন হবে।

কৃষ্ণপ্রেম
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

(১) চতুর্থ ভাবে শুক্র অথবা মঙ্গলের অবস্থানগত ফল: এই ভাবে শুক্র অথবা মঙ্গল অবস্থান করলে মনের মানুষের সন্ধান পেতে আপনার মায়ের সাহায্যের বিশেষ প্রয়োজন হবে। অনেক সময় বাবার মাধ্যমেও মনের মানুষের হদিস এসে থাকে। আপনার চারপাশের মানুষদের থেকে যে কেউ আপনার মনের মানূষ হয়ে উঠতে পারে। এই ভাবের সঙ্গে ঘর, গৃহস্থলির সম্পর্ক রয়েছে।

(২) পঞ্চম ভাবে শুক্র অথবা মঙ্গলের অবস্থানগত ফল: পূর্ব প্রকাশিত লেখায় (প্রথম অংশে) দৃষ্টান্ত হিসেবে ঊল্লেখ আছে।

(৩) ষষ্ঠ ভাবে শুক্র অথবা মঙ্গলের অবস্থানগত ফল: আপনি আপনার মনের মানুষ পেতে পারেন পরিচারক/পরিচারিকার মধ্য থেকে। সহকর্মীদের মধ্যে থেকেও কাউকে ভাল লেগে যেতে পারে আপনার। আপনার মনের মানুষের দেখা পেতে পারেন নার্সিং হোম, হাসপতাল, যে কোনও রিহ্যাবিলেটেশান সেন্টার, পুলিশ, সেনা বা জেলখানা থেকে।

(৪) সপ্তম ভাবে শুক্র অথবা মঙ্গলের অবস্থানগত ফল: বেশির ভাগ ক্ষেত্রে আপনার মনের মানুষের পরিচয় হয়ে থাকে বিয়ের কোনও অনুষ্ঠান থেকে। শেষ মুহূর্তে কোনও কারণে পাত্র বা পাত্রী উপস্থিত না হতে পারলে বিকল্প হিসাবে এদের বিয়ে হয়। অনেক সময় ব্যবসায় অংশীদারও আপনার মনের মানুষ হতে পারে।

আরও পড়ুন: কোথায় রয়েছে আপনার মনের মানুষ (প্রথম পর্ব)

(৫) অষ্টম ভাবে শুক্র বা মঙ্গলের অবস্থানগত ফল: এই স্থানকে অকাল্ট বা গুপ্ত বোঝায়। তাই আপনার পার্টনার গুপ্ত কিছু বা আধিভৌতিক কোনও কিছুর সঙ্গে জড়িয়ে থাকতে পারেন। হতে পারে তিনি ভাল মিডিয়াম, সাইকিক, তান্ত্রিক, জ্যোতিষ। কিংবা পুরোহিত, কসাই খানার মালিকও হতে পারে। এইগুলি যদি না হয়, তা হলে আপনি এমন কাউকে মনের মানুষ হিসেবে বেছে নেবেন যে স্থায়ী ভাবে সরকারি বা আধাসরকারি কোনও কাজের সঙ্গে যুক্ত বা ভাল ব্যবসাদার, যাঁর প্রচুর অর্থ আছে, বা যাঁর প্রচুর জমিজমা আছে যেখান থেকে স্থায়ী ভাবে ভাবে আয় হতে পারে। আপনি তাকেই মনের মানুষ করবেন যাঁর স্থায়ী আয় বা অর্থ আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

partner Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE