—প্রতীকী ছবি।
গয়না পরতে আমরা কমবেশি প্রায় সকলেই ভালবাসি। গয়না সোনার হোক বা রুপোর, সবই যেন সুন্দর। গয়না পরলে যে শুধুমাত্র মানুষের রূপের বদল হয় তা নয়, জ্যোতিষশাস্ত্র মতে এক একটা গয়নার মধ্যে লুকিয়ে থাকে তাদের আক্ষরিক অর্থ। কারণ প্রত্যেকটা গয়নারই আলাদা আলাদা অর্থ রয়েছে। ঠিক সে রকমই আমাদের বুড়ো আঙুলে রুপোর আংটি ধারণ করার বহুমুখী উপকারিতা রয়েছে। এই আংটি সঠিক নিয়ম মেনে ধারণ করলে আপনি যে উপকারগুলি পাবেন, তা কিছু দিনের মধ্যেই বুঝতে পারবেন। তবে এই আংটি ধারণ করার সঠিক নিয়মগুলি মেনে চলতে হবে।
নিয়ম:
১) সোমবার রুপোর আংটি ধারণ করতে হবে।
২) রুপোর আংটি দোকান থেকে কিনে এনেই পরে নিলে চলবে না। কাঁচা দুধ ও গঙ্গাজলে এই আংটি সারা রাত রেখে দিয়ে পরের দিন আংটি পরতে হবে।
৩) এই আংটি পুরুষ কিংবা মহিলা, সকলেই ধারণ করতে পারবেন। উভয় লিঙ্গের মানুষকেই এই আংটি বাঁ হাতের বুড়ো আঙুলে পরতে হবে।
৪) এই আংটির ওজন বেশ ভারী হতে হবে, খুব ছোট পরলে চলবে না।
৫) এই আংটি ধারণ করার পর অন্য কাউকে আর নিজের আংটি পরতে দেওয়া যাবে না।
এর ফলাফল:
এই আংটি ধারণ করলে ধনসম্পত্তি বৃদ্ধি পায়। অর্থের উন্নতি হতে দেখা যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy