Advertisement
২৩ এপ্রিল ২০২৪

রাশি অনুযায়ী লক্ষ্মীর কোন স্বরূপ উপাসনা করবেন

দেবী লক্ষ্মীর অনেক স্বরূপ। মানুষের প্রকৃতি অনুযায়ী বা রাশি অনুযায়ী কার কোন লক্ষ্মীর স্বরূপ আরাধনা করা উচিত তাই নিয়ে আলোচনা করা হল।

অসীম সরকার
শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ২১:২৭
Share: Save:

দেবী লক্ষ্মীর অনেক স্বরূপ। মানুষের প্রকৃতি অনুযায়ী বা রাশি অনুযায়ী কার কোন লক্ষ্মীর স্বরূপ আরাধনা করা উচিত তাই নিয়ে আলোচনা করা হল।

মেষ রাশি- আপনার যদি মেষ রাশি হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে লক্ষ্মীদেবীর “রমা” স্বরূপ আরাধনা করা মঙ্গলজনক।

বৃষ রাশি- আপনার জন্মছকে বৃষ রাশি লেখা থাকলে, আপনার পক্ষে মঙ্গল হবে আপনি যদি লক্ষ্মীদেবীর “মোহিনী” স্বরুপ উপাসনা করেন।

মিথুন রাশি- আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন, তা হলে আপনারা দেবীর “পদ্মাক্ষী” স্বরূপকে পূজা করা উচিত।

কর্কট রাশি- আপনার যদি কর্কট রাশির অধিকারে জন্ম হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে ভাল হবে আপনি যদি শ্রীশ্রীলক্ষ্মীদেবীর “কমলা” স্বরূপ পূজা করেন।

সিংহ রাশিঃ-আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, তা হলে লক্ষ্মী দেবীর “ক্রান্তিমতি” স্বরূপকে আরাধনা করা সঠিক হবে।

কন্যা রাশি- কন্যা রাশির জাতক/জাতিকারা যদি লক্ষ্মীদেবীর “অপরাজিতা” স্বরূপকে আরাধনা করেন, তা হলে তার থেকে আপনি শুভফল পাবেন।

তুলা রাশি- আপনার যদি তুলা রাশি হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে মঙ্গল হবে, আপনি যদি লক্ষ্মীদেবীর “পদ্মাবতী” স্বরূপকে উপাসনা করে চলেন।

বৃশ্চিক রাশি- আপনার জন্মরাশি যদি বৃশ্চিক হয়ে থাকে, তা হলে আপনার প্রকৃতি অনুযায়ী লক্ষ্মীদেবীর “রাধা” স্বরূপকে আরাধনা করা মঙ্গলজনক হবে।

ধনু রাশি- যে কোনও ধনু রাশির জাতক/জাতিকার পক্ষে লক্ষ্মীদেবীর “বিশালাক্ষী” স্বরূপকে উপাসনা করা ভাল।

মকর রাশি- আপনার জন্মরাশি যদি মকর হয়ে থাকে, তা হলে আপনার পক্ষে উপকারী হবে আপনি যদি লক্ষ্মীদেবীর “লক্ষ্মীস্বরূপ” ধরে উপাসনা করে চলেন।

কুম্ভ রাশি- আপনার কুম্ভ রাশির অধীনে জন্ম হলে আপনার পক্ষে শুভ হবে আপনি যদি লক্ষ্মীদেবীর “রুক্মিণী” স্বরূপকে আরাধনা করেন।

মীন রাশি- আপনার জন্ম রাশি মীন হলে আপনি যদি লক্ষ্মীদেবীর “বিলক্ষণা” স্বরূপকে পূজা করে চলেন, সেটাই আপনার প্রকৃতির পক্ষে কল্যাণকর হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Laxmi Puja Laxmi Puja 2018 Kojagari Laxmi Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE