ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে উত্থান হতে পারে শুভমন গিলের। টেস্ট এবং এক দিনের দলের অধিনায়ককে সর্বোচ্চ ‘এ+’ ক্যাটেগরিতে নিয়ে আসা হতে পারে। শুধু এক দিনের ক্রিকেট খেলা বিরাট কোহলি এবং রোহিত শর্মার বার্ষিক চুক্তি পরিবর্তন হতে পারে। মহিলাদের ঘরোয়া ক্রিকেটে বাড়তে পারে ম্যাচ ফি।
আগামী ২২ ডিসেম্বর রয়েছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। সেই সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলি এবং রোহিতকে এখনও সর্বোচ্চ ‘এ+’ ক্যাটেগরিতে রাখা হবে কিনা, তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বোর্ড কর্তাদের একাংশ দুই সিনিয়র ক্রিকেটারের সম্মানের কথা ভেবে ‘এ+’ ক্যাটেগরিতেই রেখে দেওয়ার পক্ষে। অন্য অংশ সাম্য বজায় রাখতে কোহলি, রোহিতকে ‘এ’ ক্যাটেগরিতে রাখার পক্ষে। তবে শুভমনের এ বার ‘এ+’ ক্যাটেগরিতে থাকা এক রকম নিশ্চিত। তাঁর সঙ্গে থাকতে পারেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা এবং জশপ্রীত বুমরাহ।
হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানাদের এক দিনের বিশ্বকাপ জয়ের সুফল পেতে পারেন দেশের মহিলা ক্রিকেটারেরা। মহিলাদের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বৃদ্ধি করা হতে পারে। ছোট মেয়েদের ক্রিকেটে আকৃষ্ট করতে আয় বৃদ্ধির কথা ভাবছেন বিসিসিআই কর্তারা। তা ছাড়া ম্যাচ ফি বৃদ্ধি হলে ঘরোয়া মহিলা ক্রিকেটারেরাও উপকৃত হবেন। পর্যালোচনা করা হতে পারে হরমনপ্রীত, মন্ধানাদের বার্ষিক চুক্তির অঙ্ক। আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের পারিশ্রমিকও বৃদ্ধি করা হতে পারে।
আরও পড়ুন:
বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। গত সেপ্টেম্বরে মিঠুন মানহাস সভাপতির দায়িত্ব নেওয়ার পর বোর্ডের প্রথম বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল সম্পদ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।