—প্রতীকী ছবি।
আমরা অনেকেই লটারির টিকিট কাটি এবং মনে করি লটারি কাটলেই পুরস্কার পাওয়া যাবে। কিন্তু লটারিতে পুরস্কার জেতাটা সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। তবে জ্যোতিষশাস্ত্র মতে কোন কোন রাশির মানুষরা লটারি পেতে পারেন, তাঁর একটা আনুমানিক ধারণা দেওয়া যেতে পারে। দেখে নেওয়া যাক ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে।
মেষ– লটারি প্রাপ্তির ক্ষেত্রে মেষ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহটা ভাল-খারাপ মিশিয়ে থাকবে। লটারির টিকিট কাটার ক্ষেত্রে ভেবেচিন্তে পা বাড়ানো উচিত।
বৃষ– বৃষ রাশির এই সপ্তাহটা লটারির জন্য অনুকূল থাকবে বলেই মনে হচ্ছে।
মিথুন– লটারির জন্য মিথুন রাশির সপ্তাহের প্রথম এবং মধ্যম ভাগ খুব একটা ভাল হবে না। শেষের দিকে এক বার চেষ্টা করে দেখতে পারেন।
কর্কট– কর্কট রাশির জন্য গোটা সপ্তাহ জুড়েই লটারির টিকিট কাটা উচিত হবে না।
সিংহ – সিংহ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহ লটারি কাটার জন্য শুভ নয়।
কন্যা– কন্যা রাশির মানুষ সপ্তাহের প্রথমে লটারি কাটলেও, শেষের দিকে লটারি কাটবেন না।
তুলা– তুলা রাশির এই সপ্তাহে ব্যয় বেশি হতে পারে, তাই লটারি কাটলে তা ফলপ্রদ হওয়ার সম্ভাবনা কম।
বৃশ্চিক– বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা শুভ-অশুভ মেশানো ফল দেবে। তাই ভেবেচিন্তে লটারি কাটুন।
ধনু– ধনু রাশির জন্য সপ্তাহের মধ্যম ভাগটা ভাল ফল প্রাপ্তির যোগ রয়েছে। সেই সময় লটারি কাটতে পারেন।
মকর– মকর রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারি কাটার ব্যাপারে সাবধান থাকুন।
কুম্ভ– লটারি কাটার জন্য কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করুন।
মীন– মীন রাশির সপ্তাহের প্রথম ভাগে অর্থ প্রাপ্তি যোগ থাকলেও, শেষ এবং মধ্যম ভাগ খুব একটা ভাল হবে না।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy