পাঁচ বছর পর ফের ক্যাপ্টেন এন এম গুপ্ত ট্রফি প্রতিযোগিতা করানোর উদ্যোগ নিল শিলচর জেলা ক্রীড়া সংস্থা। এর পুরো কৃতিত্ব অবশ্য আসাম রাইফেলসের।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাদল দে ও সচিব বাবুল হোড় জানান, টাকার জন্য আটকে ছিল আয়োজন। আসাম রাইফেলস নিজেরাই প্রস্তাব নিয়ে আসে। তাঁরাই ছ’টি দলের ব্যবস্থা করেছে। শুধু দু’টো দল আনছেন তাঁরা। বাংলাদেশ থেকে সিলেট একাদশ এবং গুয়াহাটির আসাম রাজ্য বিদ্যুৎ পর্ষদ। খেলা শুরু হবে ২১ ফেব্রুয়ারি। ফাইনাল ৪ মার্চ। এর মধ্যে তিন দিন খেলা হবে ফ্লাডলাইটে।