জাতীয় সড়কের ধারে মদের দোকান বন্ধে কর্মহীন হতে পারেন দশ লক্ষেরও বেশি মানুষ। গত শনিবার এক প্রেস বিবৃতিতে এমন আশঙ্কাই প্রকাশ করেছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া (এইচআরএডব্লিউআই)। এইচআরএডব্লিউআই-এর প্রেসিডেন্ট দিলীপ দাতওয়ানির বলেন, “কেবলমাত্র পশ্চিমাঞ্চলেই বন্ধ হয়ে যেতে বা ক্ষতির মুখে পড়তে পারে ৩৫ হাজার বার-রেস্তোরাঁ।”
গত ডিসেম্বরে এক রায়ে জাতীয় ও রাজ্য সড়কের ৫০০ মিটারের মধ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। তা ছাড়া, চলতি বছরে ৩১ মার্চের পর ওই দূরত্বের মধ্যে কোনও মদের দোকানের লাইসেন্স বাজেয়াপ্ত করা ছাড়াও নতুন লাইসেন্স বন্ধেরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে পরে অবশ্য শীর্ষ আদালত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্তমান লাইসেন্সের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয়।
আরও পডুন