Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Rajasthan

অস্ত্রোপচার করে পেট থেকে বার করা হল ১১৬টি লোহার পেরেক!

ওই হাসপাতালের এক জন শল্য চিকিৎসক অনিল সাইনি জানিয়েছেন ওই ব্যক্তির পেটে থাকা পেরেকগুলির অধিকাংশই প্রায় সাড়ে ছয় সেন্টিমিটার লম্বা!

এই পেরেকগুলিই উদ্ধার হয়েছে ওই রোগীর পেট থেকে। ছবি টুইটার থেকে সংগৃহীত।

এই পেরেকগুলিই উদ্ধার হয়েছে ওই রোগীর পেট থেকে। ছবি টুইটার থেকে সংগৃহীত।

সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১৪:৪৬
Share: Save:

রাজস্থানের বুন্দি সরকারি হাসপাতালের চিকিৎসকরা অস্ত্রোপচার করে এক ব্যক্তির পেট থেকে ১১৬টি লোহার পেরেক, লম্বা তার ও একটি লোহার পাত বের করল। ৪২ বছরের ওই ব্যক্তির নাম ভোলা শঙ্কর। তাঁর বয়স ৪২ বছর। ওই হাসপাতালের এক জন শল্য চিকিৎসক অনিল সাইনি জানিয়েছেন ওই ব্যক্তির পেটে থাকা পেরেকগুলির অধিকাংশই প্রায় সাড়ে ছয় সেন্টিমিটার লম্বা!

চিকিৎসকরা জানিয়েছেন, পেটে প্রচণ্ড ব্যাথা নিয়ে রবিবার হাসপাতালে আসেন ওই ব্যক্তি। তখন ওই ব্যক্তির এক্স-রে রিপোর্ট দেখেই সন্দেহ হয় চিকিৎসকদের। তারপর তাঁর পেটের সিটি স্ক্যান করা হয়। সেই রিপোর্ট দেখেই দ্রুত অপারেশন করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অপারেশনের পর শল্যচিকিৎসক অনিল সাইনি বলেছেন, ‘‘রোগীর অবস্থা এখন ঠিক আছে, অপারেশনের পর কথাও বলছেন তিনি।’’

তবে কী করে ওই ব্যক্তির পেটে অত পেরেক এল তা অবশ্য তিনি জানাতে পারেননি। তাঁর পরিবারের লোকজনও এই বিষয়ে কিছু জানাতে পারেননি চিকিৎসকদের। তবে ওই ব্যক্তি মালির কাজ করত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রোজা ভেঙে রক্ত দিয়ে হিন্দু ব্যক্তির জীবন বাঁচালেন পানাউল্লা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajasthan Operation Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE