বিপুল পরিমাণ মাদক-সহ হায়দরাবাদ বিমানবন্দরে ধরা পড়লেন মহিলা যাত্রী। শনিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর মহিলাকে গ্রেফতার করেছেন রাজস্ব গোয়েন্দা অধিদফতরের (ডিআরআই) কর্তারা। মহিলার দু’টি ব্যাগ মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় ১২ কেজি গাঁজা, আন্তর্জাতিক বাজারে যার মূল্য ১২ কোটি টাকারও বেশি।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ভারতীয় ওই মহিলা দুবাই থেকে ফিরছিলেন। বিমানবন্দর থেকে বেরোনোর সময় সন্দেহ হওয়ায় তাঁকে থামিয়ে তল্লাশি শুরু করেন ডিআরআই কর্তারা। তখনই তাঁর সঙ্গে থাকা ব্যাগটি থেকে ছ’কেজি গাঁজা উদ্ধার হয়। ওই মাদক আলাদা আলাদা সবুজ প্যাকেটে মোড়া ছিল।
আরও পড়ুন:
সঙ্গে সঙ্গে মহিলাকে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতে জানা যায়, ওই মহিলার সঙ্গে আরও একটি ব্যাগ রয়েছে। সেই ব্যাগটিতে তল্লাশি চালিয়ে তা থেকে আরও ছ’কেজি গাঁজা উদ্ধার হয়। এর পরেই ওই যাত্রীকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ১৯৮৫ সালের এনডিপিএস আইনের অধীনে মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত।