Advertisement
২৫ এপ্রিল ২০২৪

উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি, মৃত ১২, নিখোঁজ বহু

মেঘভাঙা বৃষ্টিতে এবং প্রবল ধসে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১২ জনের। নিখোঁজ ২৫ জন। শুক্রবার দিনের ব্যস্ত সময়ে পিথোরাগড় এবং চামোলিতে আচমকাই ধস নেমে আসে। বহু মানুষ বাড়ি-সমেত ধসের নীচে চাপা পড়ে যায়।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ১৬:৩৯
Share: Save:

মেঘভাঙা বৃষ্টিতে এবং প্রবল ধসে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১২ জনের। নিখোঁজ ২৫ জন। শুক্রবার দিনের ব্যস্ত সময়ে পিথোরাগড় এবং চামোলিতে আচমকাই ধস নেমে আসে। বহু মানুষ বাড়ি-সমেত ধসের নীচে চাপা পড়ে যায়। পিথোরাগড়ে মৃত্যু হয়েছে ৮ জনের এবং চামোলিতে মৃত্যু হয় ২ জনের। এ দিন পিথোরাগড়ের সিঙ্গালিতে প্রায় দু’ঘণ্টা ধরে ১০০ মিলমিটারের মতো বৃষ্টি হয়। সাতটি গ্রামের বেশির ভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বাড়ি ভেঙে পড়ে। প্রশাসন সূত্রে খবর, ওই সাতটি গ্রাম থেকে ২৫ জন নিখোঁজ হয়ে গিয়েছেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত মৃতদের পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করেছেন। মৃতদের পরিবারদের জন্য ২ লক্ষ টাকা করে ঘোষণা করেছেন তিনি। তিনি বলেন, “আমি নিজে পুরো পরিস্থিতির উপর নজর রাখছি। মৃতদের পরিবারদের সাহায্যের জন্য মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছি।” উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি এবং এসডিআরএফ-এর কর্মীরা।

বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, মেঘভাঙা বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিঙ্গালি, পাট্টাকোট, ওগলা এবং থল গ্রামে। অনেক মানুষ ধসের নীচে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করছে প্রশাসন। বৃহস্পতিবারই প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল রাজ্য আবহাওয়া দফতর। আগামী ৭২ ঘণ্টা বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে দফতর।

আরও খবর...

ড্রাগ কেনার টাকা না পেয়ে মাকে গুলি করে মারল কিশোর!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttarakhand Landslide Cloudburst
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE