হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর পর তাঁর পরিজনদের হেনস্থার মুখে পড়েছেন কয়েক জন জুনিয়র চিকিৎসক— এমনই অভিযোগে গত কাল রাত থেকে কর্মবিরতি শুরু করেছিলেন তাঁদের পাঁচশো সহকর্মী। তার জেরে বিনা চিকিৎসায় মারা গেলেন ওই হাসপাতালে ভর্তি থাকা গুরুতর অসুস্থ ১৫ জন রোগী। ঘটনাটি ঘটেছে পটনা মেডিক্যাল কলেজে।
এ ঘটনার কথা স্বীকার করেছেন বিহারের স্বাস্থ্যকর্তারা। তাঁদের এক জন বলেন, ‘‘গত ২০ ঘণ্টায় ওই হাসপাতালের জরুরি পরিষেবা ও আপৎকালীন বিভাগে কাজকর্ম থমকে গিয়েছে। চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে ১৫ জন রোগীর।’’ তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত ৩৬ জনের অস্ত্রোপচার পিছিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে আসা প্রচুর রোগীকে ফিরিয়ে দিয়ে বাধ্য
হয়েছেন কর্তৃপক্ষ। রোগীদের পরিজনেরা জানিয়েছেন, কোথায় গেলে চিকিৎসা মিলবে তার সদুত্তর মিলছে না। মেডিক্যাল কলেজে চিকিৎসা না পেয়ে গুরুতর অসুস্থদের বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছেন তাঁদের পরিজনরা। পটনা মেডিক্যাল কলেজের এক প্রবীণ চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অনেক রোগীর চিকিৎসা করছেন নার্সরাই।