Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Varanasi

বিউটি পার্লারে কাজ দেওয়ার অছিলায় বারাণসীতে গণধর্ষণ করে দেহ ব্যবসায় নামানো হল নাবালিকাকে

বারাণসীর রামনগর এলাকার একটি বিউটি পার্লারে তার উপরে অত্যাচার চালানো হয়েছে বলে পুলিশকে জানিয়েছে ওই নাবালিকা।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বারাণসী শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২০ ১৩:০১
Share: Save:

বিউটি পার্লারে কাজ দেওয়ার নাম করে এক ১৫ বছরের নাবালিকাকে গণধর্ষণ ও দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল বারাণসীতে। ওই নাবালিকার বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুরের চুনার এলাকায়। বারাণসীর রামনগর এলাকার একটি বিউটি পার্লারে তার উপরে অত্যাচার চালানো হয়েছে বলে পুলিশকে জানিয়েছে ওই নাবালিকা।

পুলিশে করা অভিযোগে ওই নাবালিকা জানিয়েছে, তার গ্রামের এক মহিলা তাকে বিউটি পার্লারে কাজ দেবেন বলে বারাণসী নিয়ে এসেছিলেন জুনের মাঝামাঝি সময়ে। সেখানে ওই মহিলার সঙ্গেই কাজ শুরু করেছিল সে। দিন ১৫ কেটেছিল ভালই। কিন্তু তার পরই ওই বিউটি পার্লারের মালিক তাকে মাদক ও পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে। তার পর দেহ ব্যবসা করতে বাধ্য করে। সে সময় বারাণসীর গোলাঘাট এলাকার একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল তাকে। সেখানে তাকে এক ডজন লোক ধর্ষণ করেছে বলে পুলিশকে জানিয়েছে ওই নাবালিকা।

১৬ অগস্ট রাতে সেই বাড়ি থেকে পালিয়ে আসতে সমর্থ হয় ওই নাবালিকা। তার পরই রামনগর থানায় গোটা ঘটনা জানায় সে। নাবালিকার কাছে গোটা ঘটনা জেনে চুনার থানার সঙ্গে যোগাযোগ করেন রামনগর থানার অফিসাররা। চুনার থানা জানায়, ২১ জুলাই এক ব্যক্তি তাঁর ভাইঝির নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগ অনুসারে, চুনার থানার পুলিশের হাতে নাবালিকাকে তুলে দেয় রামনগর থানার পুলিশ।

আরও পড়ুন: ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে হেনস্থা, জনতা ব্যস্ত ছবি তুলতে

রামনগর থানার এক অফিসার জানিয়েছেন, তিন মহিলা সহ এক ডজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছে ওই নাবালিকা। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজ চালানো হচ্ছে। চুনার থানার স্টেশন ইন চার্জ মনোজকুমার সিংহ বলেছেন, “২১ জুলাইয়ের এফআইআরের সঙ্গে আরও কয়েকটি ধারা যোগ করা হয়েছে। পকসো আইনও যুক্ত করা হয়েছে। মেয়েটির বয়ানও নথিভুক্ত করা হয়েছে।’’ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: দৈনিক সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী, সংক্রমণ হার ছাড়াল ৮.৫%

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uttar Pradesh Varanasi Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE