Advertisement
E-Paper

শ্বাসনালীতে ক্লোরিন, অসুস্থ ১৭ জন কর্মী

শ্বাসনালীতে ক্লোরিন গ্যাস ঢুকে পড়ায় মধ্যপ্রদেশের একটি কাগজকলে অসুস্থ হয়ে পড়লেন ১৭ জন কর্মী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শাহডোল জেলার ওরিয়েন্টাল কাগজকলে। অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর উপেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন সকাল সাড়ে ন’টা নাগাদ একটি ফোন আসে তাঁদের কাছে। বলা হয় আমলাই শহরের কাগজকলে বিষাক্ত গ্যাস বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েক জন। শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাঁরা বুঝতে পারেন আসলে কারখানা থেকে ক্লোরিন গ্যাস বেরিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ০২:১১

শ্বাসনালীতে ক্লোরিন গ্যাস ঢুকে পড়ায় মধ্যপ্রদেশের একটি কাগজকলে অসুস্থ হয়ে পড়লেন ১৭ জন কর্মী। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শাহডোল জেলার ওরিয়েন্টাল কাগজকলে।

অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর উপেন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন সকাল সাড়ে ন’টা নাগাদ একটি ফোন আসে তাঁদের কাছে। বলা হয় আমলাই শহরের কাগজকলে বিষাক্ত গ্যাস বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েক জন। শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে তাঁরা বুঝতে পারেন আসলে কারখানা থেকে ক্লোরিন গ্যাস বেরিয়েছে।

ক্লোরিন একটি বিষাক্ত গ্যাস যা কি না শ্বাসনালীর উপরিভাগ এবং নিম্নভাগে ক্ষতি করতে পারে। মানবদেহ একটি নির্দিষ্ট পিপিএম (বাতাসে কোনও একটি বিশেষ গ্যাসের পরিমাণ বোঝাতে পিপিএম একক ব্যবহার করা হয়) পর্যন্ত ক্লোরিন গ্যাস সহ্য করতে পারে। কিন্তু মাত্রা ছাড়ানোর সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে বিপদ। প্রথমে হয় শ্বাসনালীতে সামান্য অস্বস্তি, কিন্তু আরও ক্লোরিন যদি ঢুকতে থাকে দেহে তা হলে শুরু হতে পারে কাশি, শ্বাসকষ্ট। এমনকী বুকের ব্যথা পর্যন্ত ঘটতে পারে। তৎক্ষণাৎ চিকিৎসা শুরু না হলে মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা।

তবে পুলিশ জানিয়েছে, এ ক্ষেত্রে পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণের মধ্যে। অসুস্থ হয়ে পড়া কর্মীদের প্রায় প্রত্যেককেই নিকটবর্তী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কয়েক জনের অবস্থা প্রথমে সঙ্কটজনক হলেও বিকেলের মধ্যে তাঁরাও বিপন্মুক্ত হয়ে পড়েন বলে হাসপাতাল সূত্রের খবর। শুধুমাত্র চার জন কর্মী নিজেরাই জবলপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক অনুসন্ধানের পরে ত্রিপাঠী জানিয়েছেন যে আসলে অতিরিক্ত মাত্রায় ক্লোরিন গ্যাস জলের ট্যাঙ্কের মধ্যে ছাড়া হয়েছিল। আবহাওয়া এবং অন্যান্য কারণের জন্যই তা কর্মীদের অসুস্থ করে দেয়। অবশ্য এ বিষয়ে আরও তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছেন ত্রিপাঠী।

shahdol oriental papermill chlorine leak national news online national news Madhya Pradesh 17 workers inhaling chlorine paper mill police investigation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy