প্রেমিকার সঙ্গে দেখা করতে তাঁর এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন তরুণ। সেখানে আচমকা তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন দুই যুবক। ‘এখানে কী?’ বলতে বলতে মারধর করতে করতে ছাত্রটির পরনের পোশাক খুলে নেওয়ার অভিযোগ। তার পর তাঁকে ঘোরানো হয় রাস্তায়। চেন্নাইয়ের রাস্তায় এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতরও। কারণ, আক্রমণকারীরা বিজেপি-র সঙ্গে যুক্ত বলে দাবি বিরোধীরা।
পুলিশ সূত্রে খবর, প্রহৃত তরুণ তপসিলি জাতির। যে মেয়েটির সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন, তিনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের। শুক্রবার প্রেমিকার আত্মীয়ের বাড়ি সামনে হেনস্থার শিকার হন তিনি। অভিযোগ, সরভানন এবং লগেশ নামে দুই ভাই ওই তরুণকে বিনা প্ররোচনায় মারধর করেন। জাত তুলে গালাগালি করা হয়েছে। তার পর নগ্ন করে ঘোরানো হয়। প্রহৃতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর।
আরও পড়ুন:
সরভানন একদা বিজেপি নেতা ছিলেন। তিনি মারধরের অভিযোগ অস্বীকার করলেও প্রতিবেশীরা জানাচ্ছেন, ওই তরুণীর এক প্রতিবেশী ছেলেটিকে আটকে রেখেছিলেন। তার পর সরভাননদের ডেকেছিলেন।
পুলিশ জানিয়েছে, মারধর, হেনস্থা এবং জাত তুলে মানসিক নির্যাতনের জন্য এসসি/এসটি আইন এবং বিএনএসের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।