Advertisement
১৬ মে ২০২৪
Tripura

ত্রিপুরায় সাংবাদিক খুনে গ্রেফতার আরও দুই জওয়ান

রাজ্য সরকার গঠিত সিআইডির বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান ডিআইজি অরিন্দম নাথ জানিয়েছেন, শুক্রবার রাতে ওই দু’জনকে গ্রেফতার করা হয়|

রাইফেলম্যান ধর্মেন্দ্র সিং কে (সামনে) এবং নায়েক সুবেদার অমিত দেববর্মাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। — নিজস্ব চিত্র

রাইফেলম্যান ধর্মেন্দ্র সিং কে (সামনে) এবং নায়েক সুবেদার অমিত দেববর্মাকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। — নিজস্ব চিত্র

বাপি রায়চৌধুরী
আগরতলা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৭ ১৭:২৫
Share: Save:

সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যার সঙ্গে জড়িত ত্রিপুরা স্টেট রাইফেলস-এর দুই জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বোধজং থানার পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই দু’জন হলেন নায়েক সুবেদার অমিত দেববর্মা এবং রাইফেলম্যান ধর্মেন্দ্র সিংহ।

রাজ্য সরকার গঠিত সিআইডির বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান ডিআইজি অরিন্দম নাথ জানিয়েছেন, শুক্রবার রাতে ওই দু’জনকে গ্রেফতার করা হয়| তাঁদের পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্যে আদালতের কাছে সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। গত ২১ নভেম্বর ত্রিপুরা স্টেট রাইফেলস-এর দ্বিতীয় বাহিনীর সদর দফতরে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে খুন করা হয়| এই খুনের সঙ্গে জড়িত ত্রিপুরা স্টেট রাইফেলস দ্বিতীয় বাহিনীর কমান্ড্যান্ট তপন দেববর্মা এবং নন্দুকুমার রিয়াংকে আগেই গ্রেফতার করা হয়েছিল। ওই দু’জন পুলিশি হেফাজতে রয়েছেন।

আরও পড়ুন: ত্রিপুরায় গুলিতে খুন সাংবাদিক, অভিযোগ টিএসআর-এর দিকে

শনিবার অমিত এবং ধর্মেন্দ্রকে পশ্চিম জেলার মুখ্য বিচারক শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের আদালতে হাজির করানো হয়। সরকারি আইনজীবী উত্তম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সিট সাত দিনের রিমান্ড চেয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। ধর্মেন্দ্র কিছু দিন আগে তিন মিনিটে মাথা দিয়ে ৫১টি বেল ভেঙে রেকর্ড করে ত্রিপুরায় এসেছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tripura Journalist Killed Journalist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE