Advertisement
২৩ এপ্রিল ২০২৪
rape

চিরুনিতল্লাশি করতে গিয়ে ১১ জন আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, বেকসুর খালাস ২১ পুলিশকর্মী

২০০৭ সালের অগস্টে ভাকাপল্লি গ্রামে চিরুনিতল্লাশি অভিযানে গিয়েছিল বিশেষ নিরাপত্তা বাহিনী গ্রেহাউন্ড। অভিযোগ, ওই বাহিনীর ২১ জন সদস্য ১১ জন আদিবাসী মহিলাকে ধর্ষণ করেন।

representational image of rape

১৬ বছর আগের সেই ঘটনায় ২১ জন পুলিশকর্মীকে বেকসুর খালাস করল অন্ধ্রের বিশেষ আদালত। ছবি: প্রতীকী

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ১৭:৪৮
Share: Save:

১১ জন আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ২১ জন পুলিশকর্মীর বিরুদ্ধে। অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায়। ১৬ বছর আগের সেই ঘটনায় ২১ জন পুলিশকর্মীকে বেকসুর খালাস করল অন্ধ্রের বিশেষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনায় ‘স্বচ্ছ এবং নিরপেক্ষ’ তদন্ত করতে ব্যর্থ হয়েছেন দুই তদন্তকারী আধিকারিক।

২০০৭ সালের অগস্টে ভাকাপল্লি গ্রামে চিরুনিতল্লাশি অভিযানে গিয়েছিল বিশেষ নিরাপত্তা বাহিনী গ্রেহাউন্ড। অভিযোগ, ওই বাহিনীর ২১ জন সদস্য ১১ জন আদিবাসী মহিলাকে ধর্ষণ করেন। ২০১৮ সালে বিশাখাপত্তনমে বিচার শুরু হয়। গত বৃহস্পতিবার একাদশ অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক ওই পুলিশকর্মীদের বেকসুর খালাস করেন। যদিও নির্যাতিতাদের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মানবাধিকার সংগঠন ফোরাম (এইচআরেফ) জানিয়েছে, অভিযুক্ত এক জন পুলিশকর্মীও গ্রেফতার হননি। এত বছর ধরে বিচার চলেছে যে, অনেক অভিযুক্ত মারাও গিয়েছেন। সংগঠনের সহ-সভাপতি এম শরৎ অভিযোগ করে বলেন, ‘‘২০০৭ সালের অগস্টে গ্রেহাউন্ড বাহিনীর ২১ জন সদস্য ১১ জন আদিবাসী মহিলাকে ধর্ষণ করেন।’’ তিনি জানিয়েছেন, নির্যাতিতাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যার অর্থ আদালত জবানবন্দির উপরেই আস্থা রেখেছে। এই সংগঠন আরও অভিযোগ করেছে, তদন্তের শুরু থেকেই অভিযুক্ত পুলিশকর্মীদের বাঁচানোর চেষ্টা চলছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rape police Acquitted Andhra Pradesh Gangrape
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE