অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীকে এক মাস ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রেখে ২৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দিল্লিতে।
পুলিশ জানিয়েছে, প্রতারিক ব্যাঙ্ককর্মীর নাম নরেশ মলহোত্রা। পুলিশকে মলহোত্রা জানিয়েছেন, গত ৪ অগস্ট তাঁর মোবাইলে অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। ফোনটি ধরতেই ও পাশ থেকে এক মহিলা কণ্ঠস্বর শুনতে পান তিনি। নিজেকে একটি টেলিকম সংস্থার কর্মী হিসাবে পরিচয় দেন মহিলা। তার পর মলহোত্রাকে জানান, তাঁর সিমকার্ড ব্যবহার করে অপরাধমূলক কাজ হচ্ছে। যে কোনও মুহূর্তে তিনি গ্রেফতার হতে পারেন। হঠাৎ করে এক অচেনা মহিলার কণ্ঠে এ রকম কথা শুনে ঘাবড়ে যান মলহোত্রা।
আরও পড়ুন:
তিনি জানিয়েছেন, টেলিকম সংস্থার কর্মী হিসাবে পরিচয় দেওয়া ওই মহিলা দু’চার কথা বলার পর ফোন কেটে দেন। মহিলারর ফোন কেটে যাওয়ার ঘণ্টাখানেক পর আবার একটি ফোন আসে। মলহোত্রা ফোন তুলতেই এক ব্যক্তি জানান, তিনি মুম্বই পুলিশের এক আধিকারিক। মলহোত্রার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ জমা পড়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে চলেছে। এ রকম দু’বার হুমকি ফোন আসায় মলহোত্রা আরও দিশাহারা হয়ে পড়েন। তার পর থেকে কখনও সিবিআই, কখনও আবার ইডি অফিসারের পরিচয় দিয়ে প্রতি দিন ফোন আসতে শুরু করে। এ ভাবে এক মাস ধরে মলহোত্রাকে কখনও ফোন, কখনও ভিডিয়ো কলে হুমকি চলছিল। তাঁকে নানা রকম আইনি এবং প্রশাসনিক ব্যবস্থার ভয় দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি হাতিয়ে নেয় সাইবার অপরাধীরা। মহলহোত্রার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা। তার পর সেখান থেকে দফায় দফায় ২৩ কোটি টাকা তুলে নেওয়া হয়। ১২ কোটি টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ। সাইবার অপরাধীদের খোঁজ চালানো হচ্ছে।