আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে লন্ডনে যাচ্ছিলেন মহারাষ্ট্রের নাগপুরের এক পরিবারের তিন জন। কিন্তু তা আর হল না। ভাগ্যের কী পরিহাস, এখন তাঁদেরই শেষকৃত্যের অপেক্ষায় আত্মীয়েরা। বৃহস্পতিবার অহমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই তিন জনের। পরিবারে হাহাকার নেমে এসেছে।
মৃতেরা হলেন যশ মোধা (৩২), তাঁর দেড় বছরের পুত্র রুদ্র মোধা এবং শাশুড়ি রক্ষা মোধা (৫৮)। নাগপুরের বাসিন্দা হলেও যশ থাকতেন অহমদাবাদে। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি যশের শ্বশুর কিশোর মোধার মৃত্যু হয়েছে। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। থাকতেন লন্ডনে। শ্বশুরের শেষকৃত্যে যোগ দিতে সেখানে যাচ্ছিলেন যশেরা। বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বুক করেছিলেন। স্ত্রী, পুত্র এবং মাকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছিলেন যশের স্বামী।
আরও পড়ুন:
নির্ধারিত সময়ে বিমান ছেড়েছিল। বাড়ি পৌঁছোতে না পৌঁছোতেই বিমান দুর্ঘটনার খবর পান যশের স্বামী। সেই খবর পেয়ে তিনি আবার বিমানবন্দরে আসেন। লন্ডনে তাঁরও যাওয়ার কথা ছিল। কিন্তু যশদের আগে পাঠিয়ে দু’দিন পর তাঁদের সঙ্গে যোগ দিতেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পৌঁছোয় নাগপুরে যশের বাপের বাড়িতেও। তাঁরা তড়িঘড়ি অহমদাবাদ পৌঁছোন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সেই দুর্ঘটনায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ২৪১ জন বিমানে যাত্রী, পাইলট এবং ক্রু সদস্য রয়েছেন।