পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহের মধ্যেই এ বার উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে আরও দুই জেলায় জঙ্গিবিরোধী অভিযান শুরু করল পুলিশ এবং আধাসেনার যৌথবাহিনী। শনিবার ভোরে পশ্চিম ইম্ফল জেলায় দু’টি নিষিদ্ধ সংগঠনের তিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। মায়ানমার সীমান্ত লাগোয়া টেঙ্গনোপাল জেলায় জঙ্গিদের ডেরায় হানা দিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং আইইডি উদ্ধার হয়েছে।
পশ্চিম ইম্ফল জেলার উরিপোক খোইসনাম লেইকাই এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী ‘ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট’ (পাম্বেই) এর দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ওই জেলারই সেকমাই থেকে ধরা হয়েছে নিষিদ্ধ ‘পিপল্স লিবারেশন আর্মি’র এক গেরিলাকে। এর আগে বৃহস্পতিবার রাতে থৌবল, বিষ্ণুপুর এবং পূর্ব ইম্ফল জেলায় পৃথক চারটি অভিযানে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (এমএফএল), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (নয়ন), কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (পিডব্লিউজি) এবং ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (পাম্বেই)-এর ন’জন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল।
মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে গত দু’বছর ধরে উত্তাল মণিপুর। এই অস্থিরতার সুযোগ কাজে লাগিয়ে চিনপন্থী জঙ্গিগোষ্ঠীগুলি সেখানে সক্রিয় হয়ে উঠেছে বলে পুলিশ সূত্রের খবর। ইউএনএলএফ এবং কেসিপি-র বিভিন্ন গোষ্ঠীর পাশাপাশি ‘কাংলেই ইয়াওল কাননা লুপ’ (কেওয়াইকেএল) এবং ‘পিপল্স রেভলিউশনারি পার্টি অফ কাংলেইপাক’ (প্রিপাক) রয়েছে এই তালিকায়। চিনা স্বয়ংক্রিয় রাইফেলের পাশাপাশি শক্তিশালী বিস্ফোরক তাদের অস্ত্রভান্ডারে রয়েছে বলে পুলিশের দাবি।