Advertisement
১১ জুন ২০২৪

অসমে হবে তিনটি নতুন বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় ও বৃত্তিমুখী কলেজগুলির উন্নয়ন বাবদ ৬৬৭ কোটি টাকা বরাদ্দ করলেন হিমন্তবিশ্ব শর্মা। অর্থমন্ত্রীর ঘোষণা— নতুন বিশ্ববিদ্যালয় হবে হোজাই, উত্তর লখিমপুর ও বরপেটা জেলায়। তিনসুকিয়া, কোকরাঝাড় ও নলবাড়িতে হবে নতুন মেডিক্যাল কলেজ।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২৬
Share: Save:

বিশ্ববিদ্যালয় ও বৃত্তিমুখী কলেজগুলির উন্নয়ন বাবদ ৬৬৭ কোটি টাকা বরাদ্দ করলেন হিমন্তবিশ্ব শর্মা। অর্থমন্ত্রীর ঘোষণা— নতুন বিশ্ববিদ্যালয় হবে হোজাই, উত্তর লখিমপুর ও বরপেটা জেলায়। তিনসুকিয়া, কোকরাঝাড় ও নলবাড়িতে হবে নতুন মেডিক্যাল কলেজ। সংখ্যালঘু এলাকায় আটটি নতুন মহিলা কলেজ গড়া হবে। তিনটি সরকারি স্নাতক কলেজ, তিনটি পলিটেকনিক, ২০টি শিক্ষক প্রশিক্ষণ কলেজ, ৩৩টি দক্ষতাবিকাশ কেন্দ্র, সরভোগে দুগ্ধ প্রযুক্তি কলেজ, কোকিলাবাড়িতে কৃষি ও জৈব বৈচিত্র্য কলেজ, পশুপালন ও জীব বিজ্ঞান কলেজ, মাজুলিতে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা রয়েছে বাজেটে। সব সরকারি-বেসকারি স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে আইন আনা হবে। সব স্কুলে রাখতে হবে লাচিত বরফুকনের ছবি। রাজ্যের বিদ্যালয়গুলিতে সংস্কৃত ভাষা বাধ্যতামূলক করা হচ্ছে। যে সব স্কুলে সংস্কৃত শিক্ষকের পদ খালি, সেখানে দ্রুত শিক্ষক নিয়োগ করা হবে। স্কুলের মধ্যাহ্নভোজে সপ্তাহে দু’বার মিলবে ডিম। স্কুলে যাবে রান্নার গ্যাসের লাইন। গুয়াহাটি মেডিক্যাল কলেজে তৈরি হবে ক্রীড়া ভেষজ বিভাগ। সরকারি হাসপাতালে এক্স-রে ও সিটি স্ক্যান বিনামূল্যে করা হবে। গুয়াহাটিতে তৈরি হবে সরকারি শিশু হাসপাতাল। করিমগঞ্জ, গোলাঘাট, ধেমাজিতে হবে ইঞ্জিনিয়ারিং কলেজ। করিমগঞ্জে ইঞ্জিনিয়ারিং কলেজ হলেও পেল না মেডিক্যাল কলেজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

University
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE