Advertisement
০৭ মে ২০২৪

ডিমা হাসাওয়ে ধৃত ৩ জঙ্গি

ডিমা হাসাও জেলায় অস্ত্র-সহ জেএনবি জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত কাল বিকেলে মাইবাং মহকুমার লাংটিংয়ে ওই তিন জঙ্গির হদিস মেলে।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৩:৪২
Share: Save:

ডিমা হাসাও জেলায় অস্ত্র-সহ জেএনবি জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত কাল বিকেলে মাইবাং মহকুমার লাংটিংয়ে ওই তিন জঙ্গির হদিস মেলে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুনীল আরদাও ওরফে খালাম্ফু, তনজিৎ লাংথাসা ওরফে তামিল এবং বেথেল খেলমা ওরফে রিফিল। তাদের কাছ থেকে দু’টি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, একটি বন্দুক, একটি কার্তুজ, একটি ম্যাগজিন, সেনা পোশাক উদ্ধার করা হয়েছে। জেলার পুলিশ সুপার জি ভি শিবপ্রসাদ জানান, ২২ সেপ্টেম্বর হাতিখালি পুলিশ থানার লুমডিং খেলমা গ্রামের ছোট মাঞ্জাতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ওই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা সেমসন আরদাও ওরফে লাদেন ও তার এক শাগরেদ নিহত হয়েছিল। সেখানে জঙ্গি শিবির নষ্ট করা হয়। ধৃত তিন জঙ্গি ওই দিন পালিয়ে গিয়েছিল। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গত কাল বিকেলে পুলিশ লাংটিংয়ে অভিযান চালায়। সেখান থেকে ওই তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dima Hasao terrorist Haflong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE