গেস্ট হাউসে চার দিন ধরে আটকে রেখে ৪০ জন মিলে ধর্ষণ করলেন এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পাঁচকুলায়।এই ঘটনা চেন্নাইয়ের এক আবাসনে নাবালিকাকে ১৭ জন মিলে ধর্ষণের ঘটনার স্মৃতি উস্কে দিয়েছে।
ঠিক কী হয়েছিল?
অভিযোগকারী জানিয়েছেন, মর্নি হিলসের ওই গেস্ট হাউসে কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর স্বামীর পরিচিত এক ব্যক্তি।গেস্ট হাউসে তাঁকে দেখা করতে বলা হয়। কথামতো তিনি দেখাও করতে যান সেখানে। কিন্তু তাঁকে শিকার বানানোর জন্য যে ফাঁদ পেতে রাখা হয়েছিল সেটা ঘুণাক্ষরেওটের পাননি।