Advertisement
২৫ এপ্রিল ২০২৪

গণধর্ষণে দোষী সাব্যস্ত ৫ জন

বছর দু’য়েক আগে ন’জন মিলে গণধর্ষণ করেছিল এক বিদেশিনি পর্যটককে। সেই ঘটনায় পাঁচ জনকে সোমবার দোষী সাব্যস্ত করল দিল্লির এক দায়রা আদালত। ডেনমার্ক থেকে ভারতে ঘুরতে এসেছিলেন বছর বাহান্নর ওই প্রৌঢ়া।

শেষ আপডেট: ০৭ জুন ২০১৬ ০২:২৯
Share: Save:

বছর দু’য়েক আগে ন’জন মিলে গণধর্ষণ করেছিল এক বিদেশিনি পর্যটককে। সেই ঘটনায় পাঁচ জনকে সোমবার দোষী সাব্যস্ত করল দিল্লির এক দায়রা আদালত। ডেনমার্ক থেকে ভারতে ঘুরতে এসেছিলেন বছর বাহান্নর ওই প্রৌঢ়া। ২০১৪ সালের ১৪ জানুয়ারির রাতে ওই মহিলাকে অপহরণ করে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল ওই ন’জন। তাঁর জিনিসপত্র সব কেড়ে নেওয়ার পরে তাঁর উপর নৃশংস অত্যাচার চালানো হয়। শেষে নয়াদিল্লি রেল স্টেশনের কাছে ডিভিশনাল রেলওয়ে অফিসার্স ক্লাবের আশপাশে ওই মহিলাকে ফেলে রেখে সকলে পালিয়ে যায়। সেই মামলাতেই পাঁচ জনকে দোষী সাব্যস্ত করেছেন দায়রা আদালতের বিচারক রমেশ কুমার। আগামী ৯ জুন দোষীদের সাজার মেয়াদ নিয়ে শুনানি শুরু হওয়ার কথা। দোষী মহেন্দ্র ওরফে গাঁজা (২৭), মহম্মদ রাজা (২৩), রাজু (২৪), অর্জুন (২২) ও রাজু চাক্কা (২৩)— সবার বিরুদ্ধেই ৩৭৬ (ডি), ৩৯৫, ৩৬৬, ৩৪২, ৫০৬ এবং ৩৪ নম্বর ধারা আনা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Gang rape Convicted
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE