Advertisement
১৮ মে ২০২৪

ডাইনি সন্দেহে ঝাড়খণ্ডে খুন ৫ মহিলা

ফের আরও এক বার কুসংস্কারের বলি হলেন এ দেশের নাগরিকেরা! ডাইনি সন্দেহে খুন হলেন এক সঙ্গে পাঁচ মহিলা। ঝাড়খণ্ডের এই ঘটনা ঘিরে তোলপাড় সারা দেশ। ঘটনাটি ঘটেছে রাজধানী রাঁচি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে কাঞ্জিয়া গ্রামে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ১৫:২৭
Share: Save:

ফের আরও এক বার কুসংস্কারের বলি হলেন এ দেশের নাগরিকেরা! ডাইনি সন্দেহে খুন হলেন এক সঙ্গে পাঁচ মহিলা।

ঝাড়খণ্ডের এই ঘটনা ঘিরে তোলপাড় সারা দেশ। ঘটনাটি ঘটেছে রাজধানী রাঁচি থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে কাঞ্জিয়া গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাইনি সন্দেহ এঁদেরকে খুন করা হয়েছে। শনিবার পাঁচ জন মহিলার দেহ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ৫০ জন।

রাঁচির পুলিশ সুপার (গ্রামীণ) রাজ কুমার লাকড়া জানিয়েছেন, কাঞ্জিয়া গ্রামটি রাঁচির মাণ্ডর ব্লকের অন্তর্গত। শনিবার এই গ্রাম থেকেই উদ্ধার হয় পাঁচ মহিলার দেহ। শুক্রবার মাঝ রাতে ইট্টওয়ারি খালকো নামে এক মহিলার বাড়িতে হানা দেয় কয়েক জন সশস্ত্র গ্রামবাসী। প্রত্যেকের হাতে ছিল লাঠি-সোটা এবং ধারালো অস্ত্র। দুর্বৃত্তদের দলে বেশিরভাগই ছিল তরুণেরা, বলে জানিয়েছে পুলিশ। টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করা হয় মহিলাদের। প্রতিরোধ করার কোনও সুযোগই পাননি নিহতেরা। মহিলাদের আত্মীয়রা জানিয়েছেন, একে একে ওই মহিলাদের প্রত্যেককে লাঠি দিয়ে প্রথমে পিটিয়ে এবং তার পর ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, এই ঘটনায় জড়িতরা প্রত্যেকে কাঞ্জিয়া গ্রামের। বাইরের কেউ এর সঙ্গে জড়িত নয়।
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত, এই বারো বছরে দেশে ডাইনি সন্দেহে খুন হয়েছেন ২০৯৭ জন। এর মধ্যে ৩৬৩ জনই ঝাড়খণ্ডের। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, ২০১৩ সালে ডাইনি সন্দেহে ৫৪ জন মহিলাকে খুন করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE