যৌন নির্যাতনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ১০ বছরের বালিকাকে গলা টিপে খুন করলেন ৫৩ বছরের প্রৌঢ়। সম্প্রতি উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদে ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ওই বালিকা ফিরোজ়াবাদের এক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। অভিযোগ, গত ২৭ অগস্ট মাঠে ছাগল চরাতে গিয়েছিল ওই বালিকা। সে সময় খাবারের লোভ দেখিয়ে তাকে মাঠের অদূরেই এক নির্জন স্থানে নিয়ে যান অভিযুক্ত প্রৌঢ়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে দাবি। পরে বালিকা বাড়ি ফিরে কাউকে সব কথা বলে দিতে পারে এই ভেবে গলা টিপে তাকে খুন করেন প্রৌঢ়। তার পর দেহটি সেখানেই ফেলে এলাকা ছেড়ে চম্পট দেন।
আরও পড়ুন:
অন্য দিকে, দীর্ঘ ক্ষণ খোঁজাখুঁজির পরেও মেয়েকে না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করে বালিকার পরিবার। পরে তল্লাশিতে মাঠ থেকেই বালিকার দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে শনিবার ৫৩ বছর বয়সি ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার (শহর) রবিশঙ্কর প্রসাদের কথায়, ‘‘অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি মেয়েটিকে ধর্ষণের জন্য বাজরা ক্ষেতে নিয়ে গিয়েছিলেন। সেই চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তাকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত।’’ ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৩৭(২) (অপহরণ), ১০৩(১) (খুন), ২৩৮ (প্রমাণ নষ্ট) এবং পকসো আইনের প্রাসঙ্গিক ধারাগুলির অধীনে মামলা দায়ের করা হয়েছে।