মাত্র ১৪ বছরেই মা হয়েছে মেয়েটি। একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে সে। তবে সন্তান তার গর্ভে আসে সে ধর্ষিতা হওয়ার ফলে। তাই লোকলজ্জার ভয়ে রেলস্টেশনে সদ্যোজাতকে ফেলে রেখে পালাতে চেয়েছিল মা। কিন্তু ধরা পড়ে যায় পুলিশের হাতে। গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে জয়পুরে।
আরও পড়ুন, মাথার মধ্যে থেকে বেরল জ্যান্ত আরশোলা!
স্টেট চাইল্ড রাইটস্ কমিশনের চেয়ারপার্সন মান্নান চতুর্বেদী বললেন, ‘‘ওই নাবালিকা সরকারি হাসপাতালে শিশুর জন্ম দিয়েছে গত সোমবার। শুক্রবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পায় সে। তারপরই সদ্যোজাতকে নিয়ে বাবা-মার সঙ্গে জয়পুর স্টেশনে ঘোরাঘুরি করতে দেখা যায় তাকে। প্রথমে পথচলতি অনেককেই শিশুটিকে নিয়ে যেতে অনুরোধ করেন। কিন্তু তার আবেদনে কেউ সাড়া না দেওয়ায় স্টেশনের পরিত্যক্ত জায়গায় শিশুটিকে রেখে পালিয়ে যেতে চেয়েছিল। সময় মতো ধরে ফেলেছিলেন উপস্থিত জনতা।’’
আরও পড়ুন, হাসপাতালে মৃত্যু তরুণের, কাতরাচ্ছেন দেখেও নির্বিকার পথচারীরা
মান্নান আরও জানান, এরপর রেল কর্তৃপক্ষ তাঁকে ফোন করে গোটা ঘটনাটি জানায়। তিনিই পুলিশে খবর দেন। ওই পরিবার সামাজিক অপবাদের ভয়ে সদ্যোজাতের দায়িত্ব নিয়ে চাইছে না। আপাতত শিশুটিকে উদ্ধার করে গাঁধীনগর এলাকার একটি হোমে রাখা হয়েছে। ১৪ বছরের ওই নাবালিকা মায়েরও উপযুক্ত কাউন্সিলিং করা হবে বলে জানা গিয়েছে।