বুড়ো হাড়ের জোরেই ভেল্কি দেখালেন তিনি। দুই সশস্ত্র দুষ্কৃতীকে তাড়িয়ে রক্ষা করলেন এটিএম-এর সমস্ত টাকা।বয়ষ্ক এটিএম গার্ডের সেই‘সুপারহিরোত্ব’ ধরাও রইল সিসিটিভি ফুটেজে।
গত বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লির মাজরা দাবাসে। ফুটেজে দেখা যাচ্ছে, সেখানকার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি এটিএম-এ হঠাৎই বাইকে চড়ে হানা দেয় দুই দুষ্কৃতী। দু’জনের হাতেই ছিল বন্দুক। এটিএম-এর সামনেই দাঁড়িয়ে ছিলেন বয়ষ্ক এক নিরাপত্তারক্ষী। আচমকাই তাঁর উপর হামলা করে দুষ্কৃতীরা। গুলিও চালায় তাঁরা।
দেখুন সেই ভিডিও: