E-Paper

পাক দ্বৈরথে নজরে বৈভব ও করমর্দন

আইসিসি কোনও ভাবেই চায় না, ছোটদের এশিয়া কাপে রাজনীতির কোনও রং লাগুক।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:১৪
মগ্ন: নেটে প্রস্তুতিতে শুভমন। শনিবার ধর্মশালায়।

মগ্ন: নেটে প্রস্তুতিতে শুভমন। শনিবার ধর্মশালায়। ছবি: পিটিআই।

সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চব্বিশ ঘণ্টা আগেই বিধ্বংসী ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী। ৯৫ বলে ১৭১ রানে তৈরি হয়েছে একাধিক নজির। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম‌্যাচেও নজর বিহারের সমস্তিপুরের ‘বিস্ময় বালক’-এর দিকে। বৈভবের পাশাপাশি দেখার, ভারত-পাকিস্তান সম্পর্কের পরিপ্রেক্ষিতে দুই দলের ক্রিকেটাররা করমর্দন করেন কি না।

সিনিয়রদের এশিয়া কাপে তিন বার ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও টসের আগে বা ম‌্যাচ শেষের পরে ক্রিকেটাররা হাত মেলাননি। এমনকি সূর্যকুমার যাদবরা এশিয়া কাপে চ‌্যাম্পিয়ন হওয়ার পরে এশীয় ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা পাক বোর্ডের প্রধান মহসিন নকভির থেকে ট্রফি নিতে অস্বীকার করেন। মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপে হরমনপ্রীত কৌররাও হাত মেলাননি পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে।

প্রশ্ন উঠছে, তবে কি আজও যুব এশিয়া কাপে করমর্দন হবে না? এই ব‌্যাপারে নজর রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থাও। আইসিসি কোনও ভাবেই চায় না, ছোটদের এশিয়া কাপে রাজনীতির কোনও রং লাগুক।

মাঠের ভিতরেই নজির গড়া নয়, মাঠের বাইরেও এখন প্রচারের আলোক বৈভবকে কেন্দ্র করেই। গুগুলের সমীক্ষা অনুযায়ী, গত বছর থেকে এখনও পর্যন্ত ক্রিকেটারদের মধ‌্যে তাঁর নামই যে সার্চ তালিকায় সবার উপরে রয়েছে। পিছনে পড়ে গিয়েছেন বিরাট কোহলিও। তা নিয়ে প্রশ্ন করা হলে বৈভব বলে, “আমি এ সব ব‌্যাপার নিয়ে মাথা ঘামাই না। নিজের খেলার প্রতি মনঃসংযোগ করতে চাই।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian cricketer India vs Pakistan ICC Junior Asia Cup

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy