কর্কট রোগ নিরাময়ের টিকা আবিষ্কার করে চলতি বছরের সেপ্টেম্বরে বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল রাশিয়া। ইতিমধ্যেই হাতে গোনা স্থানীয় কয়েক জন মানুষের দেহে সেই ‘এনটেরোমিক্স’ টিকা পরীক্ষামূলক ভাবে প্রয়োগও করা হয়েছে। এ বার রাশিয়া এবং ভারত সরকারের কাছে সেই টিকার ট্রায়ালে কর্কট রোগে আক্রান্ত ছেলের নাম নথিভুক্ত করার আর্জি জানালেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে বিচার করা হবে বলে জানানো হয়েছে রাশিয়ার তরফে।
লখনউয়ের বছর ২১-এর অংশ শ্রীবাস্তব স্টেজ-৪ ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকেরাও একপ্রকার আশা ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন অংশ-এর বাবা মনু শ্রীবাস্তব। মনু রাশিয়ার তৈরি কর্কট রোগের টিকার কথা শুনেছিলেন। তবে তিনি এ-ও জানতেন, সেই টিকা এখন ট্রায়াল পর্যায়ে রয়েছে, রাশিয়ার বাইরে আর কোনও জায়গায় মিলছে না ‘এনটেরোমিক্স’ টিকা। এমতাবস্থায়, মনু চিঠি লেখেন রাশিয়া সরকারকে। মনুর কথায়, “আমি রাশিয়ার তৈরি কর্কট রোগের টিকার ব্যাপারে জানতে পারি। এ-ও শুনেছি, এটি রোগ নিরাময়ে ভীষণ ভাবে কার্যকরী। এর পরেই ছেলেকে সেই টিকা দেওয়ার জন্য আমি ভারত সরকার এবং রাশিয়া সরকারের কাছে চিঠি লিখে অনুরোধ জানাই। রাশিয়া জানিয়েছে, আমার অনুরোধ তারা বিবেচনা করছে। তাদের স্বাস্থ্য মন্ত্রকের কাছে বিষয়টি বিবেচনার জন্য পাঠানো হয়েছে।”
পাশাপাশি, মনু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে একই আবেদন জানিয়েছিলেন। উত্তরে তাঁকে জানানো হয়, টিকাটি এখন শুধুই রাশিয়াতে তৈরি হচ্ছে এবং স্থানীয়দেরকেই শুধু পরীক্ষামূলক ভাবে সেই টিকা দেওয়া হবে। তাই ভারত বা অন্য কোনও দেশই ট্রায়ালে অংশ নেওয়ার অনুমতি পাবে না।
রাশিয়ার ফেডেরাল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভর্ৎসোভা সেপ্টেম্বরে ইস্টার্ন ইকনমিক ফোরামে মারণ রোগের টিকা আবিষ্কারের কথা ঘোষণা করেছিলেন। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই এনটেরোমিক্স টিকা ত্বক, কিডনি, ফুসফুস, অগ্ন্যাশয়ের কর্কট রোগের নিরাময়ে সুফল দিতে পারে। এই টিকা নিরাপদ এবং অনেক বেশি কার্যকর। কিছু ক্ষেত্রে কর্কট রোগের টিউমার একেবারে চুপসে যায়, কোনও ক্ষেত্রে টিউমারের বৃদ্ধি ৬০ থেকে ৮০ শতাংশ শ্লথ হয়ে যায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)