Advertisement
০৬ মে ২০২৪

কটূক্তি, আত্মহত্যা দশম শ্রেণির ছাত্রীর

দিন দু’য়েক আগে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে কিশোরী কারও বিরুদ্ধে কোনও অভিযোগ না করলেও স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তার পরিবার।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
সিওনি (মধ্যপ্রদেশ) শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ০৯:৪৬
Share: Save:

স্কুল যাওয়ার পথে বেশ কিছু দিন ধরেই উত্যক্ত করত স্থানীয় এক যুবক। প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিল দশম শ্রেণির এক ছাত্রী।

দিন দু’য়েক আগে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিওনি জেলায়। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আগে কিশোরী কারও বিরুদ্ধে কোনও অভিযোগ না করলেও স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে তার পরিবার।

কিশোরীর পরিবারের অভিযোগ, ২২ বছরের এক স্থানীয় যুবক বেশ কিছু দিন ধরেই তাকে বিরক্ত করত। কিশোরীর দাদার দাবি, অভিযুক্ত ওই যুবক প্রায়ই স্কুলের পথে তার বোনকে উত্যক্ত করত। যুবকটিকে বেশ কয়েকবার সতর্ক করাও হয়েছিল। কিন্তু সে কোনও কথা শোনেনি। এই ঘটনায় তার বোন বেশ কিছুদিন ধরে মনমরা ছিল বলেও জানিয়েছেন তিনি। ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে কিশোরীর পরিবার।

আরও পড়ুন: নিষ্কৃতি-মৃত্যু চাই, রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন নিঃসন্তান দম্পতি

পুলিশ জানিয়েছে, ১৬ বছরের ওই কিশোরী বুধবার নিজের বাড়িতে বিষ খায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার গোপাল খান্ডেল জানিয়েছেন, কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Harassment Suicide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE