ইনস্টাগ্রামের পোস্ট নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা। রাগে এক বন্ধু আর এক বন্ধুকে ছুরি দিয়ে কোপালেন। জখম নাবালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায়। পুলিশ জানিয়েছে, হিমাংশু চিমনি এবং মানব জুমনাকে— দুই বন্ধু মাস খানেক আগে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন। সেই পোস্টে দু’জনই তাঁদের অনলাইন বন্ধুদের থেকে কোনও এক বিষয় সম্পর্কে ভোট চান। বেশ কয়েক জন তাঁদের আবেদনে সাড়া দিয়ে ভোটও দেন। তাতেই হিমাংশুর কাছে হেরে যান মানব!
শনিবার মানব একটি নির্জন এলাকায় হিমাংশুকে ডেকে পাঠিয়েছিলেন। ওই ভোটাভুটি নিয়ে আলোচনা করাই উদ্দেশ্য ছিল। কথা বলার সময়ই দু’জনের ঝগড়া চরমে ওঠে। অভিযোগ, সে সময়ই মানব আচমকা পকেট থেকে ছুরি বার করে হিমাংশুকে কোপাতে শুরু করেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় হিমাংশু। সেই অবস্থায় তাকে রেখে পালিয়ে যান মানব।
আরও পড়ুন:
স্থানীয়েরা ওই অবস্থায় হিমাংশুকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তদন্তে নেমে মানবের কথা জানতে পারে। তার পরই তাঁর খোঁজ শুরু হয়। রবিবার অভিযুক্ত যুবককে ধরে থানায় নিয়ে যান তদন্তকারীরা। পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেন মানব। কেন হিমাংশুকে খুন করলেন, তা-ও পুলিশকে জানান তিনি।