পঞ্জাবের পটিয়ালায় আবর্জনার স্তূপের ভিতর থেকে উদ্ধার হল অন্তত সাতটি রকেট। পটিয়ালার রাজপুরা রোডের ধারে আবর্জনা ফেলার একটি জায়গায় সেগুলি পড়ে ছিল। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে স্থানীয় থানায় খবর যায়, ওই আবর্জনার স্তূপে কিছু সন্দেহজনক বস্তু পড়ে রয়েছে। সেই মতো ওই পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্ধান পায় রকেটগুলির।
কী ভাবে রাস্তার ধারে আবর্জনার স্তূপের মধ্যে রকেটগুলি এল তা এখনও স্পষ্ট নয়। এলাকা থেকে একসঙ্গে এতগুলি রকেট উদ্ধার হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পটিয়ালার সিনিয়র পুলিশ সুপার নানক সিংহ জানান, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আবর্জনার স্তূপের থেকে জিনিসপত্র কুড়িয়ে যাঁরা বিক্রি করেন, তাঁদেরই কেউ রকেটগুলি ওই এলাকায় ফেলে গিয়েছেন। তবে অন্য সম্ভাবনার দিকগুলিও খতিয়ে দেখছেন পুলিশের তদন্তকারী আধিকারিকেরা। সেগুলি কী ধরনের রকেট, তা-ও তদন্তের আওতায় রয়েছে। এ বিষয়ে বিশদে তদন্তের জন্য খবর দেওয়া হয় সেনাকেও।
আরও পড়ুন:
এর আগে ২০২২ সালের ডিসেম্বরে পঞ্জাবের তরণতারণ জেলার এক থানায় রকেট হামলা হয়েছিল। ওই ঘটনার মাস সাতেক পরে আবারও রকেট হামলা হয়েছিল মোহালিতে পঞ্জাব পুলিশের গোয়েন্দা বিভাগের সদর দফতরে। এ বার পটিয়ালা থেকে পুনরায় রকেট উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। কোথা থেকে এই রকেটগুলি এল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বস্তুত, পাকিস্তান সীমান্তবর্তী এই রাজ্যে মাঝেমধ্যেই সন্দেহজনক ড্রোন উদ্ধার করেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান এবং পুলিশ-প্রশাসন। মূলত সীমান্তের ও পার থেকে মাদক পাচারের জন্য এই ড্রোনগুলি ব্যবহার করা হয় বলে সন্দেহ তদন্তকারীদের। তবে আবর্জনার স্তূপে রকেট পড়ে থাকতে সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।