তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের একটি মন্দিরে মাংসের টুকরো মেলার ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়িয়েছিল বুধবার সকালে। কিন্তু পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করায় আসল ঘটনা জানার পরেই বিক্ষোভ বদলে উঠে আগে হাসির রোল!
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পুরনো হায়দরাবাদের তপচবুতরা এলাকার হনুমান মন্দির চত্বরের শিব মন্দিরে মাংসের টুকরো মেলার পরেই এলাকায় বিক্ষোভ শুরু হয়েছিল। ঘটনার কথা জেনে সক্রিয় হয় পুলিশ। চারটি দলে ভাগ হয়ে মন্দিরের আশপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে শুরু হয় পরীক্ষার কাজ।
একটি ভিডিয়ো ফুটেজে দেখা যায় মাংসের টুকরো মুখে নিয়ে হনুমান মন্দির চত্বরে ঢুকছে একটি বিড়াল! ‘অপরাধী’ শনাক্ত হওয়ার পরেই দ্রুত এলাকায় উত্তেজনা প্রশমিত হয়। থেমে যায় বিক্ষোভ। অশান্তির আঁচ এড়াতে পেরে হাঁফ ছাড়েন মন্দির কর্তৃপক্ষ এবং হায়দরাবাদের পুলিশকর্তারা। পরীক্ষা করে জানা গিয়েছে প্রায় আড়াইশো গ্রাম ওজনের পাঁঠার মাংসের টুকরো নিয়ে মন্দিরে ঢুকেছিল বিড়ালটি।