Advertisement
E-Paper

বরাকে এগিয়ে হাইলাকান্দি

মাধ্যমিকের ফলাফলে পাশের হারে বরাকে এগিয়ে হাইলাকান্দি। বরাকের অন্য দুই জেলা কাছাড় এবং করিমগঞ্জের তুলনায় হাইলাকান্দিতে পাশের হার বেশি। এবার হাইলাকান্দি জেলায় পাশের হার হচ্ছে ৬০.১৮ শতাংশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০১৬ ০২:৫৬

মাধ্যমিকের ফলাফলে পাশের হারে বরাকে এগিয়ে হাইলাকান্দি। বরাকের অন্য দুই জেলা কাছাড় এবং করিমগঞ্জের তুলনায় হাইলাকান্দিতে পাশের হার বেশি। এবার হাইলাকান্দি জেলায় পাশের হার হচ্ছে ৬০.১৮ শতাংশ। অন্যদিকে, করিমগঞ্জে পাশের হার ৫০.৮৪ এবং কাছাড়ে ৫৬.৩২ শতাংশ। হাইলাকান্দি জেলায় এবার ৬৮১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। তাদের মধ্যে ৪১০৩ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে প্রথম বিভাগে ৮০৯ জন, দ্বিতীয় বিভাগে ১৬২৭ এবং তৃতীয় বিভাগে ১৬৬৭ জন রয়েছে।

এবার জেলায় নজরকাড়া ফলাফল দেখিয়েছে বেসরকারি বিদ্যালয়গুলি। বাঙালি প্রধান এই এলাকায় এবারও দাপট দেখিয়েছে ইংরাজি মাধ্যম বিদ্যালয়গুলি। এবার জেলার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল করেছে সেন্ট মেরিজ হাইস্কুল। এই বিদ্যালয়ের ৪৮ জন ছাত্র এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে ৪৬ জন পাশ করেছে এবং তাদের সবাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। ফলাফলের বিচারে জেলায় দ্বিতীয় সেরা বিদ্যালয়ের কৃতিত্ব অর্জন করেছে ব্লু ফ্লায়ার্স ইংলিশ স্কুল। বিদ্যালয়ের মোট ৭৮ জন ছাত্র পরীক্ষায় বসেছিল। তাদের সবাই উত্তীর্ণ হয়েছে। উত্তীর্নদের মধ্যে প্রথম বিভাগে ৬৮ জন এবং দ্বিতীয় বিভাগে ১০ জন রয়েছে।

এ বছর হাইলাকান্দির সেন্ট মেরিজ হাইস্কুলের ছাত্র যশ সারদা রাজ্যের মধ্যে দ্বাদশ স্থান দখল করেছে। তিন দশক পর হাইলাকান্দির কোন ছাত্র এ ভাবে নজরকাড়া ফল করল। তিন দশক আগে হাইলাকান্দির তীর্থঙ্কর দাস পুরকায়স্থ এমন ফল করেছিলেন বলে জানা গিয়েছে। এ ছাড়াও, হাইলাকান্দির আরেকটি বেসরকারি বিদ্যালয়, সামসুন্নেসা অ্যাকাডেমির ছাত্র রুনারা আখতার লস্কর রাজ্যের মধ্যে পার্সি বিষয়ে সর্বোচ নম্বর পেয়ে কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর হচ্ছে ৯৬।

এবারের মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি হাই মাদ্রাসা পরীক্ষায় হাইলাকান্দিতে মো ট ৩০২ জন পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে ১৩৮ জন পাশ করেছেন। উত্তীর্ণদের মধ্যে প্রথম বিভাগে ১২জন, দ্বিতীয় বিভাগে ৩৯ জন এবং তৃতীয় বিভাগে ৮৭ রয়েছেন। হাই মাদ্রাসা পরীক্ষায় পাশের হার হচ্ছে ৪৫,৭০ শতাংশ।

HS Exam Hailakandi Student Pass percentage
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy