প্যানের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক করার ক্ষেত্রে ৩১ অগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিল কেন্দ্র। সোমবার অর্থ মন্ত্রক এ কথা জানানো হয়েছে। ওই সময়ের মধ্যে আধার কার্ডের নম্বর লিঙ্ক করানো না হলে, প্যান কার্ড বাতিল হয়ে যাবে বলে জানানো হয়েছে। পাশাপাশি এ দিনই আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ৫ অগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
Actual linking of PAN with Aadhaar can be done subsequently, but any time before 31st August, 2017.
— Ministry of Finance (@FinMinIndia) July 31, 2017
এ বছরের গোড়ার দিকে প্যানের সঙ্গে আধার কার্ডের নম্বর যোগ করতে বলেছিল কেন্দ্র। প্রথমে ৩০ জুন পর্যন্ত এই সময়সীমা ধার্য করা হয়েছিল। এর পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয় আম জনতার মধ্যে। শেষে কেন্দ্র জানায়, ৩০ জুনের মধ্যে নম্বর দু’টি না জুড়লে প্যান কার্ড বাতিল হবে না। একই সঙ্গে, ১ জুলাই থেকে নতুন প্যান কার্ডের আবেদন করতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়।
আরও পড়ুন: আয়কর রিটার্নের সময়সীমা বাড়ল ৫ অগস্ট পর্যন্ত