Advertisement
২৭ এপ্রিল ২০২৪
National news

সিম কার্ডে বাধ্যতামূলক নয় আধার, নির্দেশিকা জারি কেন্দ্রের

সিম কার্ড পাওয়ার জন্য আধারের বদলে কোন কোন পরিচয় পত্র গ্রাহ্য হবে, তাও স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। তালিকায় রয়েছে ভোটার কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স।

সিম কার্ডে বাধ্যতামূলক নয় আধার।

সিম কার্ডে বাধ্যতামূলক নয় আধার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০১৮ ১১:১৯
Share: Save:

আধারের গেরো থেকে অবশেষে মুক্ত হতে চলেছে সিম কার্ড। নির্দেশিকায় বলা হয়েছে, আধারের বদলে অন্যান্য পরিচয় পত্র জমা দিলেও টেলিকম সংস্থাগুলো সিমকার্ড দিতে বাধ্য থাকবে।মঙ্গলবার কেন্দ্রের এই নির্দেশিকা জারির পর কিন্তু মোবাইল ফোন ব্যবহারে ক্ষেত্রে আধার নির্ভরতা অনেকটাই কমে গেল।

এর আগে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টও নির্দেশ জারি করেছিল। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। অভিযোগ উঠেছিল, শীর্ষ আদালতের নির্দেশ অগ্রাহ্য করে বেশ কয়েকটা টেলিকম সংস্থা আধার কার্ড ছাড়া সিম কার্ড দিতে রাজি হচ্ছে না। কিন্তু দেশের অনেকে তো এখনও আধার কার্ড হাতেই পাননি। তবে তাঁরা মোবাইল ফোন ব্যবহার করবেন কী করে? এমনই প্রশ্ন জোরালো হতে থাকায় অবশেষে নড়েচড়ে বসে কেন্দ্র।

সিম কার্ড পাওয়ার জন্য আধারের বদলে কোন কোন পরিচয় পত্র গ্রাহ্য হবে, তাও স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। তালিকায় রয়েছে ভোটার কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স।

আরও পড়ুন: মাঝ আকাশেও ফোন, অনুমতি টেলি কমিশনের

আরও পড়ুন: সৌভাগ্য আসবে কি ঘরে ঘরে, প্রশ্ন একটাই

টেলিকম সচিব অরুণা সুন্দরারাজন জানিয়েছেন, নির্দেশিকা যাতে দ্রুত কার্যকর হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রকের বক্তব্য, আধার ছাড়া সিম কার্ড দেওয়া দেওয়া যাবে না, এর কোনও আইনি ভিত্তি নেই। ফলে এরকম ঘটনা বরদাস্ত করা হবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE