মাদকবিরোধী প্রচারে বেরিয়ে কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে আক্রান্ত হলেন আম আদমি পার্টির (আপ) নেতা অলকা লাম্বা। রবিবার ভোরে ঘটনাটি ঘটে উত্তর দিল্লির কাশ্মীরি গেটের কাছে।
দলীয় সূত্রে খবর, এ দিন ভোর ৫টায় প্রচারে বেরোন অলকা। ৬টার সময় চাদরে আপাদমস্তক ঢাকা এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। মাথায় চোট পান অলকা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়। আটক করা হয়েছে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে।
তাঁর উপর হামলার পর অলকা টুইট করেন, “নেশার বিরুদ্ধে লড়াইয়ের ফল আমার উপর আক্রমণ। আমার মাথা ফেটে গিয়েছে। রক্ত বেরিয়েছে। তবু আমি এই লড়াই থেকে পিছু হটবো না।”
আপ নেতা আশুতোষ টুইট করেন, “এটা গভীর ষড়যন্ত্র। দল এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”