Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ইস্তফার দাবিতে জেটলির বাড়ির সামনে ‘আপ’-এর ধুন্ধুমার

তুলকালাম হয়ে গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সরকারি বাসভবনের সামনে। তাঁর ইস্তফার দাবিতে। আম আদমি পার্টির (আপ) যুব শাখার বিক্ষোভে আজ সকালে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায় জেটলির বাড়ির সামনে।

জেটলির বাড়ির সামনে বিক্ষোভে পুলিশের জলকামান। বুধবার সকালে।- নিজস্ব চিত্র।

জেটলির বাড়ির সামনে বিক্ষোভে পুলিশের জলকামান। বুধবার সকালে।- নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৪৩
Share: Save:

তুলকালাম হয়ে গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সরকারি বাসভবনের সামনে। তাঁর ইস্তফার দাবিতে।

আম আদমি পার্টির (আপ) যুব শাখার বিক্ষোভে আজ সকালে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায় জেটলির বাড়ির সামনে। দিল্লির কৃষ্ণ মেনন মার্গে জমায়েতের নিষেধাজ্ঞা ভেঙে এ দিন সাতসকাল থেকেই ভিড় করতে শুরু করেন ‘আপ’-এর কর্মী-সমর্থকেরা। ডিডিসিএ-র ঘটনার জেরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইস্তফার দাবিতে। তাঁদের ঠেকাতে পুলিশ ব্যারিকেড গড়ে তোলে। কিন্তু ‘আপ’ বিধায়ক জগদীপ সিংহের নেতৃত্বে বিক্ষোভকারীরা সেই ব্যারিকেড ভেঙে জেটলির বাড়ির প্রায় নাকের ডগায় চলে এলে তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে লাঠি চালায়। তাতে কাজ না হলে পুলিশকে জলকামান ব্যবহার করতে হয়। জেটলির বাড়ির ঢিল ছোঁড়া দূরত্বে প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

aap residence delhi arun jaitley
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE