লোকসভায় তৃণমূলের নেতা হওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত, প্রত্যেক দিন অধিবেশন শুরু আগে সংসদের দলীয় অফিসে স্বল্পমেয়াদি বৈঠক করতে হবে। পাশাপাশি প্রতি দিন সংসদে উপস্থিতির মেয়াদ বাড়ানো, যে বিষয়ে বিরোধিতা হচ্ছে তাতে প্রয়োজনে সবাইকে স্লোগান দিয়ে ওয়েলে নামতেও নির্দেশ দিয়েছেন অভিষেক। আজ বাংলা ভাষার হেনস্থার প্রতিবাদে ‘জয় হিন্দ, জয় বাংলা’ স্টিকার লাগিয়েছিলেন তৃণমূলের সাংসদরা, যাতে বাংলার মনিষীদের ছবি। রাজ্যসভার চেয়ারে বসা ঘনশ্যাম তিওয়ারি ওই স্টিকার নিয়ে মৃদু আপত্তি তোলায় প্রতিবাদ করেন দলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
দায়িত্ব পাওয়ার পরে আজ প্রথম বার লোকসভায় যান অভিষেক। তার আগে ভোট চুরি এবং বাংলার হেনস্থা সংক্রান্ত দলের ধর্নায় যোগ দেন মকরদ্বারের সামনে। সকালে দলীয় সাংসদ প্রতিমা মণ্ডল তাঁর হাতে তুলে দেন একটি গাছের চারা লাগানো টব। একই ভাবে তৃণমূলের লোকসভার নতুন মুখ্য সচেতক কাকলি ঘোষদস্তিদার এবং নতুন উপনেতা শতাব্দী রায়ের হাতেও গাছের টব তুলে দেন যথাক্রমে নাদিমূল হক এবং সাজদা আহমেদ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)