নোট বাতিলের পর নতুন ৫০০ টাকার নোট ছাপতে খরচ হয়েছে প্রায় ৫ হাজার কোটি টাকা। সোমবার লোকসভায় এই তথ্য জানাল কেন্দ্রীয় সরকার।
অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পি রাধাকৃষ্ণণ এ দিন লোকসভায় এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর পর্যন্ত ১,৬৯৫.৭০ কোটি ৫০০ টাকার নোট ছাপা হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৪,৯৬৮.৮৪ কোটি টাকা।
মন্ত্রী এও জানিয়েছেন, ৩৬৫.৪০ কোটি ২,০০০ টাকার নোট ছাপা হয়েছে। আর তার জন্য খরচ হয়েছে ১,২৯৩.৬০ কোটি টাকা।