কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ফাইল চিত্র।
দেশের ৬৯৫টি বিশ্ববিদ্যালয় এবং ৩৪ হাজারেরও বেশি কলেজ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল (নাক)-এর মান্যতা ছাড়াই চলছে। সোমবার লোকসভায় একটি প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
সোমবার সংসদে লিখিত এক প্রশ্নের জবাবে সুভাষ জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশের ১,১১৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ৪১৮টি এবং ৪৩,৭৯৬টি কলেজের মধ্যে মাত্র ৯,০৬২টি কলেজে নাক-এর মান্যতা রয়েছে। তিনি আরও জানান, দেশের ৩৪,৭৩৪টি কলেজ নাক-এর মান্যতা ছাড়াই চলছে।
সুভাষ লোকসভায় দাবি করেন, দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং কলেজকে এক ছাতার তলায় আনার জন্য নাক তাদের ‘অ্যাসেসমেন্ট’ এবং ‘অ্যাক্রিডিটেশন’-এর ফি কমিয়েছে। এ ছাড়া ‘অ্যাসেসমেন্ট’ পদ্ধতিতেও অনেক পরিবর্তন করা হয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুব সহজেই নাক-এর স্বীকৃতি পেতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy