ঠিক এক বছর আগের ডিসেম্বরে হায়দরাবাদে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। গুরুতর জখম হয়েছিল তাঁর শিশুপুত্রও। সেই ঘটনার চার্জশিটে এ বার নাম জুড়ল খোদ অভিনেতা অল্লু অর্জুনের। চার্জশিটে অভিযুক্ত হিসাবে আরও ২৩ জনের সঙ্গে নাম রাখা হয়েছে পর্দার ‘পুষ্পা’র। মূল অভিযুক্ত হিসাবে রয়েছে প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের নাম।
সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন সূত্রে খবর, সম্প্রতি দাখিল হওয়া ওই চার্জশিটে ১১ নম্বর ‘অভিযুক্ত’ হিসাবে নাম রয়েছে অল্লুর। সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীদেরও রাখা হয়েছে অভিযুক্তের তালিকায়। তবে গোটা ঘটনার মূল দোষ চাপানো হয়েছে প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষের উপর। তদন্তকারীদের দাবি, নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির পাশাপাশি ভিড় সামাল দিতেও ব্যর্থ হয়েছিলেন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ। যার জেরেই এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল এক বছর আগে।
আরও পড়ুন:
২০২৪ সালের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনাটি ঘটে। রাত ৮টা নাগাদ অভিনেতা ছবির প্রিমিয়ারে পৌঁছোতেই উপচে পড়ে ভিড়। সেখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক মহিলার। গুরুতর জখম হয় তাঁর ন’বছর বয়সি সন্তানও। নিহতের পরিবারের তরফে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অল্লু ও তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। ঘটনার ন’দিনের মাথায়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর গ্রেফতার করা হয় অভিনেতাকে। সে দিনের ঘটনায় অল্লুর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। অবশ্য পর দিনই তেলঙ্গানা হাই কোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। তবে মাঝে একাধিক বার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে অল্লুকে। এ বার ওই মামলার চার্জশিটেও নাম জু়ড়ল তাঁর।